ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউরো বাছাইয়ে স্পেন-ইংল্যান্ডের জয়

প্রকাশিত: ০৬:০২, ২৯ মার্চ ২০১৫

ইউরো বাছাইয়ে স্পেন-ইংল্যান্ডের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। কিন্তু ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। আর সেই ব্যর্থতা কাটিয়ে ইউরোর শিরোপা ধরে রাখতে মরিয়া ভিসেন্তে দেল বস্কের দল। সেই লক্ষ্যেই শুক্রবার ইউরোর বাছাইপর্বে ইউক্রেনের মুখোমুখি হয়েছিল লা রোজারা। ইউক্রেনের বিপক্ষে স্পেনের হয়ে অভিষেক ম্যাচেই প্রত্যাশার প্রতিদান দিয়েছেন আলভারো মোরাতা। কেননা এদিন তার করা এক গোলের সৌজন্যেই ইউরো ২০১৬-এর বাছাই পর্বে ইউক্রেনকে হারায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ইউক্রেনের বিপক্ষে জয়ের ফলে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে স্পেন। পাঁচ ম্যাচ শেষে দেল বস্কের দলের সংগ্রহে ১২ পয়েন্ট। লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে সেøাভাকিয়া। এদিন নিজেদের মাঠে দুর্দান্ত শুরু করে স্পেন। তারই ফল হিসেবে প্রথমার্ধের ২৮ মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন মোরাতা। কোকের পাসে জুভেন্টাসের এই ফরোয়ার্ডের নেয়া শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। আর এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। চোটের কারণে এ ম্যাচ থেকে ছিটকে পড়েন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত দিয়েগো কোস্তা। তারই শূন্যতা পূরণের জন্য মোরাতাকে বেছে নিয়েছিলেন স্প্যানিশ কোচ দেল বস্ক। আর কোচের আস্থার প্রতিদান দিতে মোটেও ভুল করলেন না তিনি। অভিষেক ম্যাচেই গোল করে দলের জয়ে অবদান রাখতে পারায় দারুণ সন্তুষ্ট আলভারো মোরাতা। ম্যাচ শেষে তিনি জানান, দলে নিয়মিত হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন তিনি। ইউরো বাছাইপর্বে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ডও। এদিন লিথুনিয়াকে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে রয় হডসনের দল। ঘরের মাঠ ওয়েম্বলিতে শুক্রবার ইংল্যান্ড ৪-০ গোলে হারায় প্রতিপক্ষকে। ওয়েইন রুনি, ড্যানি ওয়েলবেক, রাহিম স্টার্লিং এবং হ্যারি কেইন প্রত্যেকেই একটি করে গোল করেন। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ তারকা ওয়েইন রুনি।
×