ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইয়েমেন যুদ্ধে পাকিস্তানের যোগ দেয়া উচিত নয় ॥ ইমরান

প্রকাশিত: ০৫:৫৮, ২৯ মার্চ ২০১৫

ইয়েমেন যুদ্ধে পাকিস্তানের যোগ দেয়া উচিত  নয় ॥ ইমরান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, ইয়েমেন সঙ্কটে পাকিস্তানকে কোন একটি পক্ষ না হয়ে বরং দুটি মুসলিম দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন। সাবেক পাঞ্জাব গবর্নর ও পিটিআইয়ের কোর কমিটির সদস্য চৌধুরী সারওয়ারের সভাপতিত্বে আয়োজিত শুক্রবার পিটিআই বিজনেস ক্লাবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। খবর ডন অনলাইনের। পিটিআই প্রধান বলেন, পাকিস্তান এখনও এ অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের পরিণতি ভোগ করবে। এজন্য ইমরান খান যুদ্ধে যোগদানে পাকিস্তানের তীব্র বিরোধিতা করেন। তিনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, কেন পার্লামেন্টে অথবা সর্বদলীয় সম্মেলনে পাকিস্তানের ইয়েমেন যুদ্ধে যোগ দেয়া উচিত কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়নি। পাকিস্তানকে অবশ্যই এ অঞ্চলে শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে হবে।
×