ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইন ফাঁকি দিয়ে লেনদেন নয় ॥ ড. আতিউর

প্রকাশিত: ০৭:০৬, ২৮ মার্চ ২০১৫

আইন ফাঁকি দিয়ে লেনদেন নয় ॥ ড. আতিউর

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানিলন্ডারিং-এ জড়িত ব্যাংকগুলোকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বলেছেন, মানিলন্ডারিং সারাবিশ্বেই গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। যেসব ব্যাংক মানিলন্ডারিং কাজে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। আইন ফাঁকি দিয়ে লেনদেন করার কোন সুযোগ নেই। শুক্রবার সকালে কক্সবাজারে একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গবর্নর আরও বলেন, দেশের সকল ব্যাংকে মানিলন্ডারিং রোধে কার্যকর পদক্ষেপে অর্থনৈতিক খাত আরও সুশৃঙ্খলিত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে। আগামীতে ব্যাংকগুলোকে আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
×