ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যে গতি সঞ্চার

প্রকাশিত: ০৭:০৬, ২৮ মার্চ ২০১৫

রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যে গতি সঞ্চার

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ সব বাধা পেরিয়ে রাজশাহী অঞ্চলের ব্যবসাবাণিজ্য ফের ঘুরতে শুরু করেছে। এখন অনেকটাই স্বাভাবিক রাজশাহীর ব্যবসাবাণিজ্য। অবরোধ-হরতাল উপেক্ষা করে মানুষ বের হয়ে এসেছে অনেক আগেই। তাই এখন জমে উঠেছে ব্যবসাবাণিজ্য আর আঞ্চলিক অর্থনীতির চাকা। শুক্রবার ছুটির দিনে রাজশাহীর বিভিন্ন বাণিজ্যকেন্দ্র ঘুরে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যতা লক্ষ্য করা গেছে। বিএনপি জোটের টানা কর্মসূচীতে স্থবির হয়ে পড়া রাজশাহী অঞ্চলের ব্যবসাবাণিজ্য এখন পুরোপুরি সচল। এই অঞ্চলের কৃষি-শিল্পসহ মাঝারি শিল্প-কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তিন সপ্তাহ আগেও শিল্পোদ্যোক্তা আর ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীরাও হচ্ছিলেন প্রায় সর্বস্বান্ত। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি ব্যবসায়ী সমাজের তৎপরতায় আবার প্রাণচাঞ্চল্য ফিরছে শিল্প-কারখানা ব্যবসায়। প্রাণ ফিরে এসেছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যেও।
×