ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

একই মঞ্চে গাইবেন পিতা পুত্র

প্রকাশিত: ০৬:৪৮, ২৮ মার্চ ২০১৫

একই মঞ্চে গাইবেন পিতা পুত্র

স্টাফ রিপোর্টার ॥ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও তার বাবা ফেরদৌস ওয়াহিদ একই মঞ্চে আজ শনিবার গান গাইবেন। কুমিল্লা সেনানিবাস আয়োজিত এক অনুষ্ঠানে আজ সন্ধ্যা সাতটায় পিতা পুত্র মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, এর আগে আমি ও হাবিব দেশের বিভিন্ন স্থানে মঞ্চে একসঙ্গে গান গেয়েছি। তবে এবারই প্রথম কুমিল্লা সেনানিবাসে একসঙ্গে গান গাইব। আমাদের দু’জনেরই চেষ্টা থাকবে সঙ্গীত পিপাসু শ্রোতাদেরকে গান গেয়ে সন্তুষ্ট করার। হাবিব ওয়াহিদ বলেন, আব্বার সঙ্গে ২০০৪ সাল থেকেই বিভিন্ন মঞ্চে একসঙ্গে গান গেয়েছি। আজকের আয়োজনটা একটু বড় পরিসরেই হচ্ছে। তাই পূর্ব প্রস্তুতিটাও বেশ ভালভাবে নিতে হয়েছে। আশা করি আজকের অনুষ্ঠানটি ভাল একটি অনুষ্ঠানই হবে। মঞ্চে ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ উঠার আগেই সঙ্গীত পরিবেশন করবেন কর্ণিয়া। এদিকে হাবিব ওয়াহিদ তার নতুন কোন গানের এ্যালবাম আপাতত করছেন না। সময়ের চাহিদাকে বিবেচনা করে তিনি এখন মিউজিক ভিডিও নির্মাণকে প্রাধান্য দিবেন বলে জানিয়েছেন। কারণ হাবিব মনে করেন গান এখন শুধু শোনারই বিষয় নয় দেখারও বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাবিব বলেন, মানুষের হাতে হাতে এখন মোবাইল-ইন্টারনেট। চাইলেই মানুষ এখন ইউটিউবে গিয়ে তার প্রিয় প্রিয় গান দেখতে পারেন। তাই আমি এখন মিউজিক ভিডিও নির্মাণকেই প্রাধান্য দিব। বছর শেষে দেখা যাবে যে ভাল পাঁচ/ছয়টি মিউজিক ভিডিও হয়ে গেছে। এটা একটি এ্যালবামের চেয়ে কোন অংশে কম নয়। হাবিব এরই মধ্যে প্লেব্যাক করেছেন মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’, এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ ও ‘আরও ভালবাসবো তোমায়’, হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের। প্রতিটি চলচ্চিত্রে তিনি একটি করে গান করেছেন। এদিকে গত ২৬ মার্চ ফেরদৌস ওয়াহিদ তার জন্মদিনে তার ‘রেডিও ওয়াহিদ’র এক বছর পূর্তি অনুষ্ঠান করেন। ওই দিনই তিনি ইউটিউবে ‘ফেরদৌস ওয়াহিদ উইথ ট্যালেন্টস’ ভিডিও চ্যানেলটি উদ্বোধন করেন। এই চ্যানেলে এখন থেকে ফেরদৌস ওয়াহিদ ও হাবিবের নতুন নতুন মিউজিক ভিডিও থাকার পাশাপাশি নতুন নতুন সঙ্গীত শিল্পীদেরও গান থাকবে। এছাড়া তিনি তার নির্দেশনায় নির্মিত ‘দুর্ধর্ষ অভিযান’ চলচ্চিত্রের বিশ ভাগ কাজ শেষ করেছেন। এতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন।
×