ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচীতে ব্যাপক কাটছাঁট মোদির

প্রকাশিত: ০৬:৪৫, ২৮ মার্চ ২০১৫

সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচীতে ব্যাপক কাটছাঁট মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চাভিলাষী স্বাস্থ্যসেবা কর্মসূচী থেকে ব্যাপক মাত্রায় কাটছাঁটের নির্দেশ দিয়েছেন। এই খাতে আগামী পাঁচ বছরে আনুমানিক ব্যয় ১ হাজার ৮৫০ কোটি ডলার হবে, বিষয়টি জানার পর তিনি ব্যয় কর্তনের নির্দেশ দেন। বিভিন্ন সরকারী সূত্রে এ খবর পাওয়া গেছে। খবর ওয়েবসাইটের। স্বাস্থ্যসেবা ব্যয় হ্রাসের ফলে মোদির নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ বিলম্বিত হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে তাকে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে। গত বছর ক্ষমতায় আসার পর গত মাসে মোদি সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করে। বাজেটে অবকাঠামো খাতে বেশি অর্থ বরাদ্দ দেয়ার ফলে সামাজিক খাতে কেন্দ্রের তহবিল কমে গেছে। গত বছর দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমম্বয়ে সার্বজনীন স্বাস্থ্য সেবা নীতির খসড়া প্রণয়ন করেছিল। ন্যাশনাল হেলথ এ্যাসিউরেন্স মিশন নামের ওই স্বাস্থ্যনীতির লক্ষ্য ছিল ভারতের ১২০ কোটি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ওষুধ এবং গুরুতর রোগীদের জন্য ডায়াগনস্টিক সার্ভিস নিশ্চিত করা। গত অক্টোবরে প্রণীত নীতিমালাটি এ বছর এপ্রিল থেকে বাস্তবায়ন শুরু হবে বলে তখন জানান হয়েছিল। এ জন্য আগামী বছরের জন্য ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৫৫০ কোটি ডলার। অর্থের পরিমাণ বিশাল হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরিকল্পনা পর্যালোচনা করে নতুন করে প্রণয়ন করতে বলা হয়েছিল কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় সেটি করেনি। এ বিষয়ে এ বছর জানুয়ারিতে সরকারী উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়নি। বৈঠকে উপস্থিত সরকারী কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে এ খবর জানিয়েছেন। স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেয়া মোদির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। নির্বাচনে মোদির দল বিজেপির বিপুল ভোটে জয়লাভ করার এটি অন্যতম কারণ ছিল বলে অনেকে মনে করেন।
×