ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চান আসাদ

প্রকাশিত: ০৬:৪৪, ২৮ মার্চ ২০১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চান আসাদ

সিরীয় সঙ্কটাপন্ন নেতা বাশার-আল-আসাদ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক, কিন্তু তিনি তার দেশের সার্বভৌমত্ব নিয়ে কোন আপোস করবেন না। সিবিএস নিউজের এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার ওই সাক্ষাতকারের উদ্ধৃতাংশ প্রচার করা হয়। খবর আলজাজিরা। সিরিয়ার সংঘর্ষ শেষ করতে হলে সেদেশের নেতার সঙ্গে ওয়াশিংটনকে আলোচনা করতে হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাম্প্রতিক মন্তব্য নিয়ে আসাদকে প্রশ্ন করা হয়। এর জবাবে আসাদ বলেন, সিরিয়ায় আমরাই প্রধান। আমরা বলতে পারি যে, প্রত্যেকটি সংলাপই ইতিবাচক এবং আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে করে যেকোন বিষয়ে যুক্তরাষ্ট্রসহ যে কারও সঙ্গে আলোচনা শুরু করতে ইচ্ছুক। সাক্ষাৎকারে সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আসাদ বলেন, দামেস্ক ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি কোন যোগাযোগ নেই। আসাদ আরও বলেছেন, যেমন আমি বলেছি প্রতিটি আলোচনাই ইতিবাচক, তবে সিরিয়ার সার্বভৌমত্ব নিয়ে কোনরূপ চাপ দেয়া যাবে না। ২০১১ সাল থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে এসেছেন আসাদ। কেরির মন্তব্যের পর এ মাসের প্রথম দিকে মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও আলোচনার মাধ্যমেই সিরিয়ার গৃহযুদ্ধের এক রাজনৈতিক মীমাংসা চায়। তবে সে মীমাংসায় আসাদের কোন স্থান থাকবে না। পরে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, কেরি আলোচনার জন্য আসাদের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি এবং ওয়াশিংটন তার সঙ্গে কখনও কোন দর-কষাকষি করবে না। এর আগে ১৫ মার্চ সিবিএস টেলিভিশনে কেরি আভাস দেন যে, যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত আসাদের সঙ্গে আলোচনা করতে হবে। ওয়াশিংটন স্পষ্ট করে বলেছে যে, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে দেশটির প্রধান বিষয়। ইরাকের পাশাপাশি সিরিয়ার একটি বিশাল অংশ দখল করে নিয়েছে আইএস।
×