ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেসারদের ওপরই আস্থা ক্রোর

প্রকাশিত: ০৬:৪২, ২৮ মার্চ ২০১৫

পেসারদের ওপরই আস্থা ক্রোর

স্পোর্টস রিপোর্টার ॥ একাদশতম বিশ্বকাপের স্বাগতিক দুই দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত এই দুই দল ফাইনালে। রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপার লড়াইয়ে খেলতে নামবে তারা। ফাইনালে নিজের দেশ নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখলেন সাবেক কিংবদন্তি মার্টিন ক্রো। সেজন্য ব্ল্যাক ক্যাপসদের পেসারদের ওপরই আস্থা রাখছেন তিনি। এ বিষয়ে মার্টিন ক্রো বলেন, ‘এটা আসলেই সৌভাগ্য দক্ষ পেসারদের নিয়ে গড়া দল নিউজিল্যান্ড।’ স্পিন বিশ্বকাপে ভাল প্রভাব ফেলেছে। তবে মার্টিন ক্রোর মতে ফাইনালে তা কাজে নাও লাগতে পারে। এর পেছনের কারণটাও জানিয়েছেন তিনি, ‘এই বিশ্বকাপে স্পিন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু এমসিজি অনেক বড় মাঠ, তাই এখানে আমি মনে করি না যে স্পিনাররা তাদের দাপট দেখাতে পারবে। আর যদি স্পিন কাজে লাগে তাহলে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নিউজিল্যান্ডও প্রস্তুত।’ ফাইনালের আগে দুই দলের সঙ্গে আলোচনায় মেলবোর্নের স্টেডিয়ামও। তবে মার্টিন ক্রো মনে করেন, বড় মাঠ দলের জয়ে তেমন কোন ভূমিকা রাখবে না। এ বিষয়ে তার অভিমত হলো, ‘এটা অপরিচিত মাঠ। সম্ভবত ড্যানিয়েল ভেট্টোরি এবং অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামেরই কেবল এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে আমি নিশ্চিত করে বলতে পারছি না। কিন্তু আমি মনে করি না যে এমসিজি স্টেডিয়াম দলের জয়ে বড় ভূমিকা রাখবে।’ তবে নিজেদের মাঠে অস্ট্রেলিয়া যে এগিয়ে থাকবে সেটা স্বীকার করেছেন তিনি। তাছাড়া বড় মঞ্চে অস্ট্রেলিয়া সবসময়ই ফেবারিট। মার্টিন ক্রো বলেন, ‘এরকম ম্যাচে অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী।’ ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের কাছে সেমিফাইনালে হেরেছিল নিউজিল্যান্ড। সেই স্মৃতি এবারও টেনে আনলেন ক্রো। তবে তাঁর মতে, ২৫ বছর আগের ক্রিকেট আর বর্তমান ক্রিকেটের মধ্যে ব্যবধান অনেক। এখন নিয়ম ব্যাটসম্যানদের পক্ষে। তাই তুলনা করাটা সম্ভব না।
×