ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিচার্ড হ্যাডলির স্বপ্ন

প্রকাশিত: ০৬:৪১, ২৮ মার্চ ২০১৫

রিচার্ড হ্যাডলির স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ রাগবি পাগল দেশ নিউজিল্যান্ড। এটা অনেকেরই জানা। রাগবির সাফল্যে গোটা দেশ উচ্ছ্বাস আর উল্লাসে ভাসে। তবে নিউজিল্যান্ডের জীবন্ত কিংবদন্তি রিচার্ড হ্যাডলি মনে করেন, এবার ক্রিকেট বিশ্বকাপ জিততে পারলে রাগবির মতোই সমান আনন্দ-উল্লাসে মাতবে গোটা দেশ। আর এটাই হবে তার জীবনের স্বপ্নের মুহূর্ত। রিচার্ড হ্যাডলি মনে করেন, ফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা অন্য যে কোন দলই হতো না কেন তাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ৬৩ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারত যে দলই ফাইনালের প্রতিপক্ষ হতো না কেন সেটা কোন বিষয় ছিল না। কেননা নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। তাই তাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। আর এটা কখনই ভুলার মতো নয়। এটা হবে রাগবি বিশ্বকাপ জয়ের মতোই, যখন ১৯৮৭ সালে তারা রাগবি বিশ্বকাপ জিতেছিল। যদিও তারা দুইবার রাগবি বিশ্বকাপ জিতেছে। ক্রিকেট বিশ্বকাপ জেতা মানেও এটা হবে আমাদের ইতিহাসের সেরা অর্জন।’ সপ্তম প্রচেষ্টায় প্রথমবারের মতো ফাইনালে উঠতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড। তাই ৪০ বছরের ক্রিকেট ইতিহাসে নিউজিল্যান্ড যা করে দেখাতে পারেনি এবার সেই স্বপ্নের শিরোপা জয়ের স্বাদ পেতে উন্মুখ হয়ে আছে কিউইরা। এ বিষয়ে রিচার্ড হ্যাডলি বলেন, ‘ক্রিকেট বিশ্বকাপে আমাদের ৪০ বছরের ইতিহাস রয়েছে। সেরা ইতিহাস গড়তে এবারই আমরা ফাইনালে উঠতে পেরেছি। বিশ্বকাপ জয়ের মুহূর্তটা হবে আমার জীবনের অসাধারণ মুহূর্ত। খুবই বিশেষ এক মুহূর্ত, যা আমি জীবদ্দশায় দেখে যেতে চেয়েছি। আর নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের একজন সদস্য হিসেবে তা দেখে যাওয়ার মুহূর্তটা হবে সত্যিই গর্ব করার মতো।’ তবে এক্ষেত্রে ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলেও জানিয়েছেন হ্যাডলি।
×