ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে ক্লিনিকে নার্সের ইনজেকশনে প্রসূতির মৃত্যু, আটক তিন

প্রকাশিত: ০৬:৩২, ২৮ মার্চ ২০১৫

মাদারীপুরে ক্লিনিকে নার্সের ইনজেকশনে প্রসূতির মৃত্যু, আটক তিন

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ মার্চ ॥ শিবচরে প্রাইভেট মেডিপ্যাথ ক্লিনিকে নার্সদের ভুল চিকিৎসায় বৃষ্টি আক্তার (২২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। বৃষ্টি আক্তারের মামা ইয়াছিন হাওলাদার জানান, শুক্রবার দুপুরে মেডিপ্যাথ ক্লিনিকে শিবচরের দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারচর গ্রামের মস্তফা মাতুব্বরের স্ত্রী বৃষ্টি আক্তারকে ভর্তি করা হয়। বিকেলে ডাক্তারের অনুপস্থিতিতে ২টি ইনজেকশন পুশ করে ওই ক্লিনিকের নার্স সাথী আক্তার। এর পরপরই বৃষ্টির নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। শিবচর থানার এএসআই নিউটন দত্ত জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই ক্লিনিকের ম্যানেজার শাহজালাল মিয়া, নার্স সাথী আক্তার ও দালাল শাহানাজ বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনার পর ক্লিনিকের মালিক পলাতক রয়েছেন।’
×