ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আটকে রাখার অভিযোগ মংলা বন্দরে কন্টেনার থেকে যুবক উদ্ধার

প্রকাশিত: ০৬:৩০, ২৮ মার্চ ২০১৫

আটকে রাখার অভিযোগ মংলা বন্দরে কন্টেনার থেকে যুবক উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মংলা বন্দরে আসা এন্টিগুয়া পতাকাবাহী ইলিন এস নামের একটি জাহাজের কন্টেনারের ভেতরে থেকে এক যুবককে উদ্ধার করেছে বন্দর কর্তৃপক্ষ। চার দিন অনাহারের পাশাপাশি অক্সিজেন স্বল্পতায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে চিকিৎসক জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে কন্টেনারের তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে মংলা বন্দর হাসপাতালে ভর্তি করে বন্দর কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া আবু তাহের নামে (২৬) চট্টগ্রামের আনোয়ারা এলাকার মোঃ সাবেরের ছেলে। শুক্রবার সকালে মংলা বন্দর হাসপাতালের চিকিৎসক প্রকাশ চন্দ্র ম-ল জানান, কন্টেনারে আটকে থাকার কারণে আবু তাহের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় একটি কন্টেনারে বাইরে থেকে তারা শব্দ শুনতে পায়। সে ট্রাকের হেলপার বলে জানায়। উদ্ধার হওয়া আবু তাহের জানান, ঘটনার দিন গত ২৩ মার্চ ট্রাকের চালক তাকেসহ ট্রাক নিয়ে চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে আসেন। জেটিতে আসার পর চালকের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে কন্টেনারের ভেতরে ফেলে তালা লাগিয়ে দেন। বিষয়টি পুলিশকে অবহিত করেছে বন্দর কর্তৃপক্ষ।
×