ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ট্রায়াল পাইল ৯৫ মিটার গভীরে প্রবেশ

প্রকাশিত: ০৬:০৬, ২৮ মার্চ ২০১৫

পদ্মা সেতুর ট্রায়াল  পাইল ৯৫ মিটার গভীরে প্রবেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ট্রায়াল পাইল ৯৫ মিটার মাটির গভীরে প্রবেশ করেছে। এখন কংক্রিটের কাজসহ আনুষঙ্গিক কাজ করা হচ্ছে। প্রথম এ ট্রায়াল পাইলের কাজ সম্পন্ন হতে আরও দুই সপ্তাহ লাগতে পারে বলে জানা গেছে। শুক্রবার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৬টি এ্যাংকর পাইল স্থাপন করার পর ২০ গত মার্চ ট্রায়াল পাইল স্থাপন শুরু হয়। পাইল বসানোর কাজ চলছে মাওয়া চৌরাস্তা বরাবর পুরনো ফেরিঘাট সংলগ্ন দুই নম্বর পিলারের কাছে। এর খুব কাছেই ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পিলারটি ডিজাইন চূড়ান্ত করার জন্যই ট্রায়াল পাইলের ব্যবস্থা করা হয়। তবে ট্রায়াল পাইলের পর মূল পাইল স্থাপনের কাজ শুরু হবে। ট্রায়াল পাইল স্থাপন করে পরীক্ষা শেষেই ১৬টি এ্যাংকর পাইল উঠিয়ে নেয়া হবে। প্রকৌশলীরা জানিয়েছেন, সিডিউিল অনুযায়ী মূল পাইল বসানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে আগামী সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে। তবে কাজের অগ্রগতি ভাল হওয়ায় এটির কাজ জুলাই থেকে আগস্টের মধ্যে শুরুর সম্ভবনা রয়েছে। সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি। মূল পাইলের হ্যামার জার্মানিতে তৈরি সম্পন্ন হয়েছে।
×