ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভয়াল কালরাত্রি স্মরণ নিউইয়র্ক প্রবাসীদের

প্রকাশিত: ০৭:৪৭, ২৭ মার্চ ২০১৫

ভয়াল কালরাত্রি স্মরণ নিউইয়র্ক প্রবাসীদের

বর্ণমালা নিউজ (নিউইয়র্ক) ॥ একাত্তরের পঁচিশে মার্চ কালরাত্রিতে বর্বর পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যার শিকার বীর বাঙালীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন নিউইয়র্কের বাংলাদেশীরা। ভয়াল কালরাত্রির সেই গণহত্যার প্রতিশোধ স্পৃহায় শামিল হয়ে বীর বাঙালী ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে হানাদার পাক বাহিনীকে পরাজিত করে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল স্বাধীনতার লাল সূর্য। একাত্তরের বিভীষিকাময় সেই ভয়াল রাত স্মরণে এবং মহান বিজয় দিবস উপলক্ষে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএসএ জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে বুধবার রাতে এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শেষ পর্বে রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে আঁধারে নিমজ্জিত কক্ষে মোমবাতি জ্বেলে কাল রাত্রিকে স্মরণ করা হয়। নিউইয়র্কে বসবাসরত একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাসহ প্রগতিশীল মুক্তচিন্তার মানুষরা এতে অংশ নেন। এর আগে সন্ধ্যা থেকে কালরাত্রির গণহত্যার শিকার বীর বাঙালী এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন অনুষ্ঠানে যোগ দেয়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষরা। আলোচনায় অংশ নেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, নাট্যাভিনেত্রী রওশন আরা হোসেন, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, সাংবাদিক নিনি ওয়াহেদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ, মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার ও সংস্কৃতি কর্মী জিএইচ আরজু। অনুষ্ঠানে ‘অজুহাতনামা’ শিরোনামে নৃত্যনাট্য পরিবেশন করে সেমন্তী ওয়াহেদ। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, চিত্রা এষসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা।
×