ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের অস্ট্রেলিয়ায় আটকা বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

প্রকাশিত: ০৬:৩৫, ২৭ মার্চ ২০১৫

ফের অস্ট্রেলিয়ায় আটকা বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে আরেকবার হারের লজ্জা পেতে পেতে বেঁচে গেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বুধবার রাতে লুকাস পোডলস্কির শেষ দিকে করা গোলে অস্ট্রেলিয়ার সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ ২-২ গোলে ড্র করেছে জার্মানি। সকারুরা ২০১১ সালেও জার্মানিতে এসে খেলেছিল। সেবার স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল অতিথি অস্ট্রেলিয়া। চার বছর পর আবারও জার্মানি সফর করে অস্ট্রেলিয়া। অনেকেই ধারণা করেছিলেন, গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া জার্মানদের কাছে এবার পাত্তাই পাবে না অস্ট্রেলিয়া। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে জার্মান ভূমি থেকে টানা দুই জয়ের পথেই ছিল মাইল জেডেনিকের দল। শেষ পর্যন্ত জয় না পেলেও জার্মানদের জিততে দেয়নি তারা। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে গৌরবের ড্র করেছে অস্ট্রেলিয়া। পরশুর অন্য প্রীতি ম্যাচে স্কটল্যান্ড ১-০ গোলে নর্দান আয়ারল্যান্ডকে, জর্জিয়া ২-০ গোলে মাল্টাকে ও ডেনমার্ক ৩-২ গোলে পরাজিত করে যুক্তরাষ্ট্রকে। ফ্রান্সে প্লেন দুর্ঘটনায় ১৫০ যাত্রী নিহত হওয়ায় তাদের স্মরণে ম্যাচের আগে নীরবতা পালন করে দু’দল। এরপর কিক-অফের আগে ২০১৪ সালে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রসের হাতে এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। এসব আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় ময়দানী লড়াই। ম্যাচের ১৭ মিনিটে জার্মানিকে এগিয়ে নেন মার্কো রিউস। রিয়াল ফুটবলার সামি খেদিরার ক্রস থেকে গোলটি করেন তিনি। ঠিক দুই বছর পর জার্মানির জার্সিতে গোল পেয়েছেন এই ফরোয়ার্ড। ৪০ মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান জেমস ট্রোইসি। নাথান ব্রুনসের ক্রস থেকে গোলটি করেন তিনি। ১-১ গোলে সমতা থেকে বিরতিতে যায় দু’দল। বিরতির পর ৫০ মিনিটে এগিয়ে যায় এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গোল করেন মাইল জেডেনিক। ফলে সবশেষ পাঁচ প্রীতি ম্যাচে নয় গোল হজম করল জার্মানি। এরপর আপ্রাণ চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না জোয়াকিম লোর দল। ফলে সকারুদের কাছে আরেকটি হারের দিকেই এগোছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের ৮১ মিনিটে জার্মানিকে লজ্জা থেকে বাঁচান বদলি হিসেবে নামা লুকাস পোডলস্কি। আন্দ্রে শুরলের ক্রস থেকে বল পেয়ে দলের হয়ে সমতাসূচক গোল করেন তিনি। জার্মানির জার্সি গায়ে এটি তার ৪৮ গোল। ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে ধারে ইন্টার মিলানে যোগ দেয়ার পর থেকে ক্লাব ফুটবলে যেন ম্লান পোডলস্কি। এই গোলটি তাকে উৎসাহিত করবে বলে মনে করেন কোচ জোয়াকিম লো।
×