ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্পেন, ইংল্যান্ড মাঠে নামছে আজ রাতে ইউরো বাছাই ফুটবল

প্রকাশিত: ০৬:৩৫, ২৭ মার্চ ২০১৫

স্পেন, ইংল্যান্ড মাঠে নামছে আজ রাতে ইউরো বাছাই ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরো বাছাই ফুটবলে আজ রাতে মাঠে নামছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। ‘সি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক স্পেনের প্রতিপক্ষ ইউক্রেন। আর ‘ই’ গ্রুপে অপ্রতিরোধ্য ইংল্যান্ডের সামনে লিথুনিয়া। আজকের অন্য ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মেসেডোনিয়া-বেলারুশ, সেøাভাকিয়া-লুক্সেমবার্গ, সেøাভেনিয়া-সান ম্যারিনো, সুইজারল্যান্ড-এস্তোনিয়া, মলদোভা-সুইডেন ও মন্টেনেগ্রো-রাশিয়া। নিজেদের গ্রুপে টানা চার ম্যাচ জিতে চূড়ান্ত পর্বে খেলার পথে এগিয়ে আছে ইংল্যান্ড। টানা পঞ্চম জয়ের লক্ষ্যে রয় হডসনের দল লিথুনিয়ার বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায়। অন্যদিকে নিজেদের গ্রুপে স্পেন চার ম্যাচের তিনটিতে জয় ও একটিতে হার নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ‘সি’ গ্রুপে সেøাভাকিয়া চার ম্যাচের সবই জিতে ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে খেলার পথে এগিয়ে আছে। ইউক্রনের বিরুদ্ধে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন স্পেনের স্ট্রাইকার দিয়াগো কোস্তা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। এ কারণে আজকের ম্যাচটি ছাড়াও হল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে পারবেন না। স্পেনের ফুটবল সংস্থা তাদের ওয়েবসাইটে জানায়, চিকিৎসার জন্যে কোস্তা ক্লাব দল চেলসিতে ফিরে যাবেন। ইংলিশ প্রিমিয়ার লীগে হালসিটির বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে আঘাত পান চেলসি তারকা।
×