ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়ানডে নিয়ে আইসিসির ভাবনা!

প্রকাশিত: ০৬:৩১, ২৭ মার্চ ২০১৫

ওয়ানডে নিয়ে আইসিসির ভাবনা!

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার শেষ হলো একাদশতম বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। অপেক্ষা এখন রোমাঞ্চকর ফাইনালের। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলোতে চারদিকেই চার ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা। যেখানে ব্যাটসম্যানদের হাতে নিগৃহীত হচ্ছেন বোলাররা। মোটকথা, বিশ্বকাপে একক আধিপাত্য বজায় রেখেছেন ব্যাটসম্যানরা। দলগুলো যেমনি সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ছে তেমনি ব্যাটসম্যানরাও ব্যক্তিগত রেকর্ডকে করছেন সমৃদ্ধ করেছেন। দর্শকরা বেশ আনন্দ পাচ্ছেন এবং প্রতিবারই বল গ্যালারিতে গেলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। বড় ব্যাট এবং ছোট বাউন্ডারির সুযোগে বিশ্বের সেরা ব্যাটসম্যানরা চড়ছেন রানের পাহাড়ে। ইতোমধ্যেই ৪৫০ এর অধিক ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা। এর আগের দশ বিশ্বকাপের পরিসংখ্যান থেকে দেখলে জানা যায় যে কোন খেলোয়াড়ই ডাবল সেঞ্চুরি করতে পারেননি। মাত্র একবারই দলগত সংগ্রহ ৪০০ ছাড়িয়েছিল। কিন্তু ২০১৫ বিশ্বকাপে দুই ব্যাটসম্যান ক্রিস গেইল (২১৫) এবং মার্টিন গাপটিল (২৩৭ অপরাজিত) ডাবল সেঞ্চুরি করে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আর তিন ম্যাচে দলগত সংগ্রহ ৪০০ ছাড়িয়েছে। কিন্তু বোলারদের জন্য বিশ্বকাপ যেন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেমিফাইনাল পর্যন্ত ২০ উইকেট শিকার করতে পেরেছেন মাত্র একজন বোলার। তিনি হলেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট। তুলনামূলকভাবে ২০০৭ বিশ্বকাপে ২০ এর অধিক উইকেট শিকার করেছিলেন চার বোলার। তাই আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, হঠাৎ করেই টি২০ ক্রিকেটের বিস্তার এবং বিভিন্ন ফর্মেটের দ্রুত পরিবর্তনের কারণে স্পষ্টতই খেলাটির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। এ বিষয়ে বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমি মনি করছি নিয়ম পরিবর্তন হওয়ায় সহায়ক হয়েছে। টি২০’র প্রভাব ওয়ানডে এবং টেস্ট খেলার ধরনে ব্যাপক প্রভাব ফেলেছে। যে কারণে ব্যাটসম্যানরা বেশি আক্রমণাত্মক।’ তবে ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে ভারসাম্য থাকা দরকার বলেও স্বীকার করেন রিচার্ডসন। বোলাররা যাতে আরও বেশি সুযোগ নিতে পারে সে জন্য ওয়ানডে নিয়মে পরিবর্তন আনা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এ বিষয়ে তার অভিমত হলো, সম্ভাব্য একটা পরিবর্তন হতে পারে। শেষ ১০ ওভারে ব্যাটসম্যানরা দ্রুত গতিতে রান তুলতে থাকে। তখন আউট ফিল্ডে পাঁচ ফিল্ডার রাখার নিয়ম করা হতে পারে। বর্তমান নিয়মানুসারে এ সময় বৃত্তের বাইরে সর্বোচ্চ চার ফিল্ডার রাখার নিয়ম আছে। রিচার্ডসন বলেন, ‘অতীতে একটা সময় ছিল আপনি একটা ক্ষেত্রে নির্ভর করতে পারতেন না। এখন সেখানে দুইটি ক্ষেত্র এবং একজন ভাল ব্যাটসম্যান সেট হয়ে গেলে একজন বোলার খুব বেশি কিছু করতে পারছে না।’ এ সময় ডেভ রিচার্ডসন আরও বলেন, ‘একটা বিষয় আমরা বিবেচনা করতে পারি শেষ ১০ ওভারে বৃত্তের বাইরে অতিরিক্ত একজন ফিল্ডার রাখা।
×