ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গুজরাটে ফোর্ডের ১’শ কোটি ডলার বিনিয়োগ

প্রকাশিত: ০৬:১২, ২৭ মার্চ ২০১৫

গুজরাটে ফোর্ডের ১’শ কোটি ডলার বিনিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ভারতের গুজরাটে গাড়ি নির্মাণের একটি নতুন প্লান্টে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। ফোর্ডের প্রধান নির্বাহী মার্ক ফিল্ডস এ কথা জানিয়েছেন। ফোর্ড ভারত থেকে ইকোস্পোর্ট, কম্প্যাক্ট সেদান, ফোর্ড ফিগো এ্যাসপায়ারের মতো গাড়ি তৈরি করে রফতানি বাড়ানোর পরিকল্পনা করেছে। গুজরাটের নতুন ওই কারখানায় বছরে ২ লাখ ৪০ হাজার গাড়ি এবং ২ লাখ ৭০ হাজার ইঞ্জিন তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ওই কারখানায় ২৫০০ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করছে কোম্পানিটি। ফিল্ডস জানান, গুজরাটের নতুন ওই কারখানা স্থাপনের ফলে ভারতে তাদের গাড়ি উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হবে। বর্তমানে ভারতে ফোর্ড ৬ লাখ ১০ হাজার ইঞ্জিন এবং ৪ লাখ ৪০ হাজার গাড়ি উৎপাদন করে থাকে। বরিশালে স্টেকহোল্ডারদের দিনব্যাপী কর্মশালা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিরাপদ শ্রম অভিবাসনে বিভাগীয় পর্যায়ে স্টেক হোল্ডারদের অংশগ্রহণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বুধবার দিনভর অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি অব পুলিশ মোঃ হুমায়ুন কবির-পিপিএম (বার), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ নুরুল আলম। কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের প্রধান কার্যালয়ের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি রিপন চন্দ্র ম-ল, ব্র্যাকের প্রধান কার্যালয়ের ফিল্ড কো-অর্ডিনেটর ফরহাদ আল করিম প্রমুখ।
×