ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে নির্মাণাধীন বিদ্যুত কেন্দ্রের পরিত্যক্ত প্যাকিং কাঠের স্তূপে অগ্নি

প্রকাশিত: ০৮:৩১, ২৬ মার্চ ২০১৫

গাজীপুরে নির্মাণাধীন বিদ্যুত কেন্দ্রের পরিত্যক্ত প্যাকিং কাঠের স্তূপে অগ্নি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৫ মার্চ ॥ গাজীপুরে নির্মাণাধীন দেড় শ’ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রের পরিত্যক্ত প্যাকিং কাঠের স্তূপে বুধবার রাতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। অগ্নিকা-ের এ ঘটনায় বৈদ্যুতিক গোলযোগের আশঙ্কায় একটি কেন্দ্রের বিদ্যুত উৎপাদন আপাতত বন্ধ রাখা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শাহীন আলম জানান, অগ্নিকা-ে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। খোলা আকাশের নিচে কাঠের ওই স্তূপে কিভাবে আগুনের সূত্রাপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে অগ্নিকা-ের এ ঘটনায় বিদ্যুত উৎপাদন কেন্দ্রটির কোন ক্ষয়ক্ষতি হয়নি।
×