ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় ॥ ও. কাদের স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সড়ক ও

প্রকাশিত: ০৭:৪২, ২৬ মার্চ ২০১৫

পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয় ॥ ও. কাদের  স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সড়ক ও

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়। এটি দৃশ্যমান হয়েছে, বাস্তবে রূপ নিয়েছে। সেতুর কাজ পুরোদমে এগিয়ে চলেছে। মূল সেতুর কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল এসে গেছে। আগামী অক্টোবর মাসে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু করা হবে। মন্ত্রী বলেন, বর্তমানে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন কাজের পাশাপাশি টেস্ট পাইলিংয়ের কাজ চলছে। নদীর ড্রেজিং কাজও অব্যাহত রয়েছে। মন্ত্রী ওবায়দুল কাদের বুধবার রাতে খুলনা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এমপি, সাবেক এমপি মোল্লা জালাল উদ্দিন, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালসহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
×