ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস ক্রীড়া

প্রকাশিত: ০৫:৫৩, ২৬ মার্চ ২০১৫

স্বাধীনতা দিবস ক্রীড়া

আরচারি স্পোর্টস রিপোর্টার ॥ আগামী শুক্রবার দিনব্যাপী টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে (আরচারি প্রশিক্ষণ কেন্দ্র) ‘স্বাধীনতা দিবস উম্মুক্ত আরচারি টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুধু ব্যাম্বো ডিভিশনে একক ইভেন্টে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বিভিন্ন ক্লাব, সার্ভিসেস সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থা থেকে ২১ আরচারি দল অংশ নেবে। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা এবং টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি মইনুল ইসলাম। কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ আগামী শনিবার সারা দিনব্যাপী ‘স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতা’ ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় ৪ দলের মোট ৪০ প্রতিযোগী অংশ নেবে। শনিবার সকাল ১০টা থেকে প্রতিযোগিতা শুরু হবে। বিকেল ৪টায় প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি প্রধান অতিথি। বাস্কেটবল স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৭ মার্চ থেকে বিকেল ৫টা থেকে ধানম-ি বাস্কেটবল জিমন্যাশিয়ামে ‘সিটিসেল স্বাধীনতা দিবস বাস্কেটবল টুর্নামেন্ট’ আরম্ভ হবে। ১২ দলসমূহ চার গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ নৌ বাহিনী, ফ্লেইম বয়েজ, রেইথস; ‘বি’ গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনী, বকশী বাজার, বাংলাদেশ বিমান বাহিনী; ‘সি’ গ্রুপে বিজিবি, হরনেটস এসসি, বাংলাদেশ পুলিশ এবং ‘ডি’ গ্রুপে রেঞ্জার্স, ধূমকেতু ও বিকেএসপি। হ্যান্ডবল স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৮ মার্চ থেকে ‘স্বাধীনতা কাপ হ্যান্ডবল (পুরুষ ও মহিলা) প্রতিযোগিতা’ শুরু হবে। তিন দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ, বিজিবি, বাংলাদেশ আনসার, কোয়ান্টাম ফাউন্ডেশন এবং মহিলা বিভাগে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ দল মহিলা হ্যান্ডবল দল অংশ নেবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুল ফজল বুলবুল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। গোল্ডকাপ হকি স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৮ মার্চ থেকে ‘এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন আগামী ২৭ মার্চ বিকেল ৪টায় বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। আজ নেপাল যাচ্ছে দাবা দল স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ দাবা ও বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের কোয়ালিফায়িং এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের জাতীয় পুরুষ ও মহিলা দাবা দলের ১২ দাবাড়ু আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমানযোগে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। পাইওনিয়ার ফুটবল লীগ স্পোর্টস রিপোর্টার ॥ চলমান পাইওনিয়ার ফুটবল লীগে বুধবারের ম্যাচে বাসাবো মাঠে রেলিগেশন ম্যাচে সোনারগাঁও সুপার স্টার ফুটবল একাডেমি ৩-১ গোলে গফুর বেলুচ ফুটবল একাডেমিকে হারায়। প্লে-অফ ম্যাচে তোতা স্পোর্টস ফুটবল একাডেমি ৬-৫ (০-০) গোলে বেচারাম দেউরী বয়েজ ক্লাবকে হারিয়ে মোহাম্মদপুর ঈদগাহ মাঠের (ক) গ্রুপের রানার্সআপ হয়ে সুপার লীগে উন্নীত হয়। কারাতে প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ ও ৩১ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫ উপলক্ষে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এক কারাতে প্রশিক্ষক ও রেফারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালাতে দেশের বিভিন্ন স্থান থেকে ৩০ কারাতে কোচ অংশ নেন।
×