ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হারাতে বসেছে...

প্রকাশিত: ০৫:৩৯, ২৬ মার্চ ২০১৫

হারাতে বসেছে...

মৃৎশিল্পে আমাদের ঐতিহ্য আবহমানকালের। দেশের একটি বড় অংশ এক সময় এ পেশায় জড়িত ছিল। কিন্তু প্লাস্টিক পণ্যের থাবায় আমরা যেন হারাতে বসেছি এই শিল্পের ঐতিহ্য। বেকার হয়ে পথে বসছে এ পেশায় জড়িত কুমাররা। তাদের দাবি সরকারী পৃষ্ঠপোষকতা না পেলে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না। এতে হারিয়ে যাবে বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। বুধবার দুপুরে সাভারের কুমারপাড়া থেকে ছবিটি তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×