ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হার্টে তিনটি ছিদ্র নিয়ে মৃত্যুর প্রহর গুনছে শিশু নোমান ॥ সাহায্য করুন

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ মার্চ ২০১৫

হার্টে তিনটি ছিদ্র নিয়ে মৃত্যুর প্রহর গুনছে শিশু নোমান ॥ সাহায্য করুন

স্টাফ রিপোর্টার ॥ আড়াই বছরের শিশু নোমানের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে তিনটি ছিদ্র ধরা পড়েছে। জরুরী ভিত্তিতে ভারতে গিয়ে অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ জন্য প্রয়োজন প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকা । কিন্তু শিশুটির অসহায় মায়ের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। শিশুটির পিতা বিদেশে গিয়ে আর দেশে ফেরেননি। অসহায় হয়ে পড়ে শিশু নোমান ও তার মা রিতা জামান। অভাব-অনটনে দিন কাটে তাঁদের। রিতা জামানের একমাত্র সম্বল শিশু সন্তান আজ মৃত্যুপথযাত্রী। বর্তমানে টাকার অভাবে শিশুটির চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় শিশু নোমানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মা রিতা জামান। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯৫২৭৯৯৮৩২ (বিকাশ) ও ০১৯৪৭৫৭৫০০১। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ মাসুদ হোসেন, ডাচ্্-বাংলা ব্যাংক লিঃ, প্রগতি সরণি শাখা, ঢাকা, হিসাব নং-১৯৩১৫১২৭৯৩০। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×