ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিধ্বস্ত বিমানের উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ মার্চ ২০১৫

বিধ্বস্ত বিমানের  উদ্ধার অভিযান অব্যাহত

ফ্রান্সে বিধ্বস্ত জার্মানির বিমানে থাকা আরোহীদের লাশ উদ্ধারে বুধবার ভোরে তৎপরতা শুরু হয়েছে। ফ্রান্সের মাটিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা এটি। এদিকে ইউরোপীয় নেতারা বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে যাচ্ছেন। খবর এএফপির। জার্মানির এ-৩২০ উড়োজাহাজ মঙ্গলবার আল্পস পর্বতমালার ফরাসী অংশের একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ১৫০ আরোহীর সবাই নিহত হয়। বিধ্বস্ত উড়োজাহাজটির ব্লাকবক্স উদ্ধার করা হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। যুক্তরাষ্ট্র উদ্ধারকাজে সহায়তা দেয়ার প্রস্তাব করেছে। ৩শ’র বেশি পুলিশ ও ৩৮০ দমকল কর্মী ঘটনাস্থলে গেছেন। ফ্রিজের ভেতরে ভাই-বোনের লাশ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এক বাড়িতে ফ্রিজের ভেতরে দুই কিশোর-কিশোরীর লাশ পাওয়ার পর তাদের মাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত ওই দুজনের মধ্যে কিশোরের বয়স ১১ আর কিশোরীর বয়স ১৪। তারা ভাই-বোন। ওই নারীর পরিচয় প্রকাশ না করলেও পুলিশ জানিয়েছে, লাশ দুটি একই পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ছিল। ওই নারীর ১১ ও ১৭ বছর বয়সী আরও দুই সন্তানকে প্রতিবেশীর বাড়িতে পাওয়া যায়। তাদের পুলিশী নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। বিবিসি হাত থেকে নামালেই লক গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম এ্যান্ড্রয়েডে যোগ হচ্ছে নতুন ‘স্মার্ট লক’ ফিচার। মোবাইল হাত থেকে নামিয়ে রাখলেই সেটা এ্যক্সেলেরোমিটারের মাধ্যমে চিহ্নিত করে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন লক করে দেবে এই ফিচারটি। নতুন ফিচারটিকে বলা হচ্ছে ‘অন-বডি ডিটেকশন’। নিজের হাতে বা পকেটে রাখলেও সেটা চিহ্নিত করতে পারবে ডিভাসটির এই নতুন ফিচার। -ওয়েবসাইট ফেসবুকে ভয়েস কল ফেসবুক এবার ভয়েস কলিং এ্যাপ নিয়ে কাজ করছে। ফেসবুকের ফ্রেন্ড লিস্ট ধরে কে ফোন করছে তার নামসহ বিভিন্ন তথ্য দেখাবে নতুন এ্যাপটি। এর নাম ‘ফোন’। কলারের ফেসবুক তথ্যই স্ক্রিনে দেখানো হবে। পাশাপাশি স্প্যাম হিসেবে চিহ্নিত করা কন্টাক্টগুলো থেকে আসা কলগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে এ্যাপটি। তবে ফেসবুকের মুখপাত্র এ্যাপটি সম্পর্কে নির্দিষ্টভাবে কোন মন্তব্য করেননি। -ওয়েবসাইট
×