ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৩১, ২৫ মার্চ ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

সামাজিক বিজ্ঞান,(পূর্ব প্রকাশের পর) অধ্যায়-১ চতুর্থ পরিচ্ছেদ : সামাজিক পরিবর্তন পূর্ব প্রকাশের পর ৫৭। সমাজের কোন্ অংশে পরিবর্তন দ্রুত হয়? র. যে অংশে শিল্পায়ন ও নগরায়নের প্রভাব বেশি রর. যে অংশে শিক্ষা ও প্রযুক্তিবিদ্যার প্রয়োগ বেশি ররর. উন্নত যোগাযোগ ব্যবস্থা নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (ঘ) র, রর ও ররর ৫৮। শিক্ষা মানুষের মাঝে কী ধরনের পরিবর্তন সাধন করে? র. বিত্তশালী বানায় রর. ব্যক্তিকে সামাজিক করে তোলে ররর. মানুষকে ব্যক্তিত্বশীল করে তোলে নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (গ) রর ও ররর ৫৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজে কেমন পরিবর্তন দেখা যায়? র. ব্যাপক রর. বৈপ্লবিক ররর. বিস্ময়কর নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (গ) রর ও ররর ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজে বৈপ্লবিক ও বিস্ময়কর পরিবর্তন দেখা যায়। ৬০। উৎপাদনযন্ত্রের উন্নতির ফলে সমাজে কী ঘটে? র. উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায় রর. ছোট ছোট কুটির শিল্প গড়ে ওঠে ররর. মানুষের জীবনযাত্রার আসে অসম পরিবর্তন নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (ক) র ও রর ব্যাখ্যা: উৎপাদনযন্ত্রের উন্নতির ফলে সমাজে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পায় এবং ছোট ছোট কুটির শিল্প গড়ে ওঠে। ৬১। প্রাচীন বাংলার নারীদের অবহেলিত অবস্থা থেকে বর্তমান নারীরা কীভাবে উত্তরণ ঘটিয়েছে? র. নারীরা স্বয়ংসম্পূর্ণ হয়ে রর. নারী শিক্ষার বিস্তারের জন্য ররর. প্রশাসন ও রাজনৈতিক কর্মকা-ে অংশগ্রহণের কারণে নিচের কোন্টি সঠিক? (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর: (গ) রর ও ররর ব্যাখ্যা: নারী শিক্ষার বিস্তারের জন্য এবং প্রশাসন ও রাজনৈতিক কর্মকা-ে অংশগ্রণের মাধ্যমে প্রাচীন বাংলার নারীদের অবহেলিত অবস্থা থেকে বর্তমান নারীরা উত্তরণ ঘটিয়েছে। ৬২। প্রযুক্তিবিদ্যা মানুষের জীবনের কোন কোন দিককে গভীর ভাবে প্রভাবিত করে? র. বিশ্বাস রর. ধ্যান ধারণা ররর. দৃষ্টিভঙ্গি
×