ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাশেম ড্রাইসেলের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

প্রকাশিত: ০৬:১২, ২৫ মার্চ ২০১৫

কাশেম ড্রাইসেলের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেলের উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সেলিনা বেগম নামে কোম্পানির এক উদ্যোক্তা পরিচালক ২৯ হাজার ৫১২ শেয়ার বেচবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তার কাছে ১ লাখ ৭২ হাজার ৬৯৪ শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে তিনি উল্লিখিত পরিমাণ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রি করতে পারবেন। উল্লেখ্য, মঙ্গলবার কোম্পানিটির সর্বশেষ শেয়ার ৫৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। সি এ্যান্ড এ টেক্সটাইল ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সি এ্যান্ড এ টেক্সটাইল কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, আজ বুধবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। এই কোম্পানি ৩০ জুন সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। উল্লেখ্য, সি এ্যান্ড এ টেক্সটাইল সোমবার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসেবে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে।
×