ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্র্যান্ডমাস্টার্স দাবায় জিয়া সপ্তদশ

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ মার্চ ২০১৫

গ্র্যান্ডমাস্টার্স দাবায় জিয়া সপ্তদশ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘এলআইসি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা’য় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ১৭তম স্থান লাভ করেছেন। অপর দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৫০তম, আব্দুল্লাহ আল-রাকিব ৬৬তম হন। এছাড়া ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ৮৬তম, আব্দুল মালেক ৮৭তম, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ৯১তম, জামাল উদ্দিন ১১৭তম, শফিক আহমেদ ১২১তম, দেওয়ান শহিদুল আমিন ১২৭তম এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ১৩১তম স্থান পান। মঙ্গলবার অনুষ্ঠিত ৯ম ও শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীরাম জাকে, দেবরাজ ভারতের মাধুরিমা শেখরকে এবং মালেক জামালকে হারান। রাজীব ভারতের আন্তর্জাতিক মাস্টার স্টেনির সঙ্গে ও রাকিব ভারতের আরাধিয়া গার্গের সঙ্গে ড্র করেন। সোহেল ভারতের সারাভানান কৃষ্ণানের কাছে, শফিক ভারতের কুলকার্নি বিনায়েকের কাছে এবং রানী হামিদ ভারতের দিপথামস রেড্ডির কাছে হেরে যান। ১১ দেশের ২৭ গ্র্যান্ডমাস্টার, ৪ মহিলা গ্র্যান্ডমাস্টার ও ২৪ আন্তর্জাতিক মাস্টারসহ ১৩১ দাবাড়ু এ প্রতিযোগিতায় অংশ নেন। ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলী সাড়ে সাত পয়েন্ট নিয়ে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন। পাইওনিয়ার ফুটবল লীগ স্পোর্টস রিপোর্টার ॥ চলমান পাইওনিয়ার ফুটবল লীগে মঙ্গলবারের ম্যাচে আউটার স্টেডিয়ামে বাংলাদেশ বয়েজ ক্লাব, চট্টগ্রাম ৪-১ গোলে আরামবাগ ক্রীড়া সংঘ জুনিয়রকে, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ৩-২ গোলে ঢাকা একাদশকে হারায়; উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে উত্তরা ফ্রেন্ডস ক্লাব ৮-০ গোলে নরসিংদী ফুটবল একাডেমিকে, আনসার ভিডিপি ঢাকা রেঞ্জ ক্লাব ৭-০ গোলে মালিবাগ ইস্ট বেঙ্গল ক্লাবকে হারায়। স্বাধীনতা দিবস কুস্তি স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা।’ পল্টন কাবাডি স্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বিজিবি ও বাংলাদেশ পুলিশ। এছাড়া ইচ্ছা করলে যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এবারের প্রতিযোগিতার খেলা পুরুষ ও মহিলা বিভাগে ৮টি করে মোট ১৬ ওজন শ্রেণীতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়দের দৈহিক ওজন নেয়া হবে খেলার দিন সকাল ১০টায়। খেলা শুরু হবে দুপুর ১২টা থেকে। প্রত্যেক সংস্থা থেকে একই ওজন শ্রেণীতে ১ পুরুষ ও ১ মহিলা খেলোয়াড় অংশ নিতে পারবে। ওয়ালটন স্বাধীনতা দিবস ভলিবল স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন স্মার্ট টিভি স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকেল ৪টায় পুরানা পল্টনের ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছে সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশকে এবং বিদ্যুত উন্নয়ন বোর্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ নৌবাহিনী।
×