ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার সম্ভাবনাই বেশি দেখছেন ব্রেট লি

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ মার্চ ২০১৫

অস্ট্রেলিয়ার সম্ভাবনাই বেশি দেখছেন ব্রেট লি

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যেই এক আয়োজক নিউজিল্যান্ড ফাইনালে উঠে গেছে বিশ্বকাপ ক্রিকেটের। বৃহস্পতিবার আরেক সেমিফাইনালে অস্ট্রেলিয়া-ভারত মুখোমুখি শিরোপা লড়াইয়ে কিউইদের মুখোমুখি হওয়ার জন্য। সিডনিতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিতে আয়োজক অস্ট্রেলিয়ার জয়ের পাল্লাটাই ভারি দেখতে পাচ্ছেন দেশটির সাবেক পেসার ব্রেট লি। তিনি মনে করেন সামঞ্জস্যপূর্ণ একটি দল হিসেবে অসিরাই জিতবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে। তার দাবি শিরোপা জেতার জন্য এই মুহূর্তে অসিদের সঠিক সমন্বয়টাই রয়েছে। ভারতীয় দল চলতি বিশ্বকাপে দুর্দান্ত খেলে এখন পর্যন্ত অপরাজিত। টানা সাত ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার মিশনে দারুণভাবে এগিয়ে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। এবার তাদের সামনে সেমিফাইনালে কঠিন চ্যালেঞ্জ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে এ ম্যাচে অসিদেরই এগিয়ে রাখছেন দেশটির সাবেক পেসার ব্রেট লি। তিনি বলেন, ‘আমি বাস্তবিকভাবেই মনে করি বৃহস্পতিবার অস্ট্রেলিয়া জিতবে। আমার মনে হয় তারা এই মুহূর্তে দলের সঠিক সমন্বয় খুঁজে পেয়েছে। ডেভিড ওয়ার্নার এবং এ্যারন ফিঞ্চ টপঅর্ডারে বেশ ভাল অবস্থায় আছেন। তিন নম্বরে স্টিভেন স্মিথ দারুণভাবে মানিয়ে গেছেন। এরপর চারে মাইকেল ক্লার্ক এবং পাঁচে শেন ওয়াটসন নিয়ে যে সমন্বয় আমি এটাকে দারুণ সামঞ্জস্যপূর্ণ মনে করি।’ তবে অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগ এই মুহূর্তে দুর্দান্ত অবস্থায় রয়েছে বলে মনে করেন তিনি। অন্যতম নির্ভরতার নাম মিচেল জনসন হলেও চলতি আসরে তেমন আলো ছড়াতে পারেননি। কিন্তু জনসনের দিকে সব প্রতিপক্ষের নজর আটকে থাকায় মিচেল স্টার্ক দারুণভাবে জ্বলে উঠেছেন। এখন পর্যন্ত স্টার্ক ৬ ম্যাচে ১৮ উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন। অস্ট্রেলিয়ার পেস বিভাগ নিয়ে ব্রেট লি বলেন, ‘দু’জনের পাশাপাশি জোশ হ্যাজলউড দারুণ করেছেন। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৫ রানে ৪ উইকেট শিকার করে নিজের যোগ্যতা ও সামর্থ্য দেখিয়েছেন তিনি। আর প্যাট কামিন্স শুরু থেকেই নিজেকে প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়ার এখন অনেক পছন্দের সুযোগ রয়েছে। দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছেন, তরুণরা এগিয়ে আসছেন। আমার মনে হচ্ছে তারা সত্যিই খুব সামঞ্জস্যপূর্ণ দল পেয়েছে।’ প্রতিপক্ষ ভারত কোন অংশেই কম নেই। বিশেষ করে দলটির বোলিং বিভাগ নিয়ে প্রতিটা টুর্নামেন্টেই সমালোচনা হয়েছে। কিন্তু এবার দলটির পেসাররা দারুণ ফর্মে আছেন। বিশেষ করে মোহাম্মদ শামি দুর্দান্ত বোলিং করে ৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করে তৃতীয় সেরা হিসেবে তালিকায় আছেন। এর পাশাপাশি উমেশ যাদব এবং মোহিত শর্মারা আলো ছড়িয়েছেন বল হাতে। এ বিষয়ে লি বলেন, ‘শামি আসলেই চমৎকার। আমি গত কয়েক বছরে বেশ কিছুদিন ক্রিকেট খেলেছি শামির সঙ্গে। তিনি দারুণ একজন মানুষ এবং সবসময় কঠিনভাবে নিজেকে মেলে ধরতে প্রচেষ্টা চালান। যাদবও খুব ভাল গতিতে বোলিং করেন।
×