ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এমআইএসটিতে দূরনিয়ন্ত্রিত বিমানের ওপর কর্মশালা উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৪, ২৫ মার্চ ২০১৫

এমআইএসটিতে দূরনিয়ন্ত্রিত বিমানের ওপর কর্মশালা উদ্বোধন

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির (এমআইএসটি) এ্যারোন্যাটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে মঙ্গলবার মিরপুর সেনানিবাসের এমআইএসটির মাল্টিপারপাস হলে দূরনিয়ন্ত্রিত বিমানের ডিজাইন ও নির্মাণের ওপর কর্মশালা আয়োজন করা হয়। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, জিইউপি, এনডিসি, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএসটি কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার, এসজিপি, এইচডিএমসি, পিএসসি। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেশীয় নকশায় তৈরি দূরনিয়ন্ত্রিত আকাশযান সম্পর্কিত গবেষণা এবং এর সামরিক-বেসামরিক প্রয়োজনে ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই মনুষ্যবিহীন বিমানের সঙ্গে সঙ্গে পরিবহন ও যুদ্ধবিমান সংক্রান্ত গবেষণার কাজেও বাংলাদেশের মেধাবী প্রকৌশলীরা এগিয়ে আসবে। -আইএসপিআর নারী বৈষম্য কমাতে ডব্লিউআইপি পুরস্কার পেল বাংলাদেশ স্টাফ রিপোর্টার ॥ নারী বৈষম্য কমিয়ে আনার জন্য চলতি বছর আন্তর্জাতিক উইম্যান ইন পার্লামেন্ট গ্লোবাল ফোরামের (ডব্লিউআইপি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার ইথিওপিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ডব্লিউআইপির এই পুরস্কার গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আফ্রিকান ইউনিয়নের প্রধান কার্যালয়ে নেলসন ম্যান্ডেলা হলে গত সোমবার থেকে ‘উইম্যান ইন পার্লামেন্ট গ্লোবাল ফোরাম’ (ডব্লিউআইপি) বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় ডব্লিউআইপির বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে মঙ্গলবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করে ডব্লিউআইপি। এই পুরস্কার গ্রহণে ডব্লিউআইপি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিল।
×