ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল ॥ ড. আতিউর

প্রকাশিত: ০৫:৪০, ২৫ মার্চ ২০১৫

দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল ॥ ড. আতিউর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বলেছেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে। হোক সে প্রাকৃতিক দুর্যোগ অথবা মানুষের তৈরি দুর্যোগ। মানুষের তৈরি দুর্যোগ সম্মিলিত ও সফলভাবে মোকাবেলা করা সম্ভব। মঙ্গলবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে অক্সাম আয়োজিত ‘রোল অব প্রাইভেট সেক্টর ইন ডিজাস্টার প্রিপ্রারডেন্স এ্যান্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্স’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। গবর্নর বলেন, আইলার মতো প্রাকৃতিক ও রানা প্লাজার মতো মানবসৃষ্ট অনেক দুর্যোগ আমরা সম্মিলিত প্রচেষ্টায় কাটিয়ে উঠেছি। হরতাল-অবরোধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, দেশে চলমান মানুষের তৈরি দুর্যোগও সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হব। তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধিতে বেসরকারী খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেবা, শিল্প ও কৃষি খাতে দ্রুত উন্নতি করছে। গত কয়েক বছর ধরে জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে রয়েছে। যা এশিয়ার মধ্যে সবচেয়ে স্থিতিশীল। গত কয়েক বছরে সিএসআর ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবদান বেশ বেড়েছে। ২০০৯ সালে সিএসআর ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবদান ছিল ৫৫ কোটি ৪০ লাখ টাকা, যা ২০১৪ সালে বেড়ে হয়েছে পাঁচশ বিশ কোটি টাকা। কর্মশালায় আরও বক্তব্য রাখেন অক্সফামের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল কায়ুম, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি প্রমুখ।
×