ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাবনায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর জাসদে যোগদান

প্রকাশিত: ০৪:১১, ২৫ মার্চ ২০১৫

পাবনায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর জাসদে যোগদান

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ মার্চ ॥ সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ)- যোগদান করেছে। মঙ্গলবার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাসদ আয়োজিত কর্মিসভায় ৫নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোসলেম খাঁ, সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামানের নেতৃত্বে এঁরা জাসদে যোগদান করেন। মানিক সরদারের সভাপতিত্বে জাসদের সিনিয়র সভাপতি আমজাদ হোসেন, জাসদের সহ-সভাপতি কানু সান্যাল, জেলা জাসদ সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু, দফতর সম্পাদক আমিরুল ইসলাম রানু, মোফাজ্জল হোসেন কানাই প্রমুখ। জাসদের জেলা সাধারণ সম্পাদক হাবিবুল হক মিন্টু যোগদানকারীদের শপথ বাক্য পাঠ করান। কুড়িগ্রামে পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজারহাটে ৩ বেকারি শ্রমিক পুকুরে সাঁতার কাটতে গিয়ে শাহজাহান আলী (১৪) নামের এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাকিরপশার ইউপির তালুক গ্রামে। সোমবার সন্ধ্যর দিকে রাজারহাট বাজারের ব্যাপারীর পুকুরে বিস্মিল্লাহ বেকারির তিনজন শ্রমিক গোসল করতে যায়। এক পর্যায়ে তিন শ্রমিক বাজি ধরে সাঁতার কাটতে গেলে দুই শ্রমিক তীরে উঠে এলেও শাহজাহান আলী নামের এক শ্রমিক পুকুরের মাঝে ডুবে যায়। পরে ওই দুই শ্রমিকের আত্মচিৎকারে পার্শ্ববর্তীরা ছুটে এসে পুকুরে নেমে তাকে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্নীতি রোধে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ মার্চ ॥ ‘রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’Ñ সেøাগানকে সামনে রেখে মঙ্গলবার নেত্রকোনায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় স্থানীয় পাবলিক হলের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে অধ্যাপক মতীন্দ্র সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দুনীতি দমন কর্মকর্তাআবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার, অধ্যক্ষ মাওলানা আবদুল বাতেন পমুখ। স্বাধীনতা উৎসব নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ২৪ মার্চ ॥ মহান স্বাধীনতা দিবস ২০১৫ উপলক্ষে মুক্তপায়রা খেলাঘর আসরের উদ্যোগে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসবের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা উৎসবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শিত হয়। আব্দুস সালাম সবুজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কু-ু। ফরিদপুরে ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ মার্চ ॥ সদর উপজেলায় দুইদিনের ডিজিটাল মেলা শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে মেলায় আধুনিক কৃষি সরঞ্জাম ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ধরনের ১৪টি স্টল রয়েছে। বুধবার এ মেলা শেষ হবে। বিতর্কে বজ্রযোগিনী স্কুল চ্যাম্পিয়ন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় মুন্সীগঞ্জের বজ্রযোগিনী জে. কে. উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার মুন্সীগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অডিটরিয়ামে তারা শরীয়তপুরের নড়াইল উপজেলার শহীদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে এই গৌরব অর্জন করে। ব্র্যাক আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল।
×