ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেডিক্যাল ভার্সিটি আইন অনুমোদন

রাজশাহীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

প্রকাশিত: ০৪:০৯, ২৫ মার্চ ২০১৫

রাজশাহীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে মন্ত্রিসভায় আইন অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রাজশাহীতে আনন্দ মিছিল করেছে মেডিক্যাল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে রামেক ক্যাম্পাস থেকে এ মিছিল বের করে হয়। র‌্যালি শেষে মিষ্টি বিতরণ করে শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মেডিক্যাল কলেজের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন রামেক অধ্যক্ষ ডা. আবু রায়হান খন্দকার, মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালেন একেএম নাসির উদ্দিন, বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, রাজশাহী বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামিল উদ্দিন আহমেদ শিমুল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান খান ও রাজশাহী স্বাচিপের সভাপতি ডাঃ আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগও পৃথক আনন্দ মিছিল বের করে। মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে অভিনন্দন জানানো হয়। এদিকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন রাবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। নওগাঁয় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ আহত দশ আটক ১১ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ মার্চ ॥ নওগাঁর পোরশা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ওই ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঘাটনগর ইউপির সোমনগর গ্রামের সোলেমান আলীর ছেলে আইয়ুব আলী ও একই গ্রামের অপর এক সোলেমান আলীর ছেলে সিরাজুল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। দু’জনই ওই জমির মালিক বলে দাবি করেন। এ ব্যাপারে আদালতে মামলাও রয়েছে। সেখানে সিরাজুল ইসলাম মাটির বাড়ি তৈরি শুরু করেন।
×