ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও সীমান্তে আটক বাংলাদেশীকে ভারতীয় পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৭:৫৪, ২৪ মার্চ ২০১৫

ঠাকুরগাঁও সীমান্তে আটক বাংলাদেশীকে ভারতীয় পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ মার্চ ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে আটক এজাব উদ্দিনকে (২৪) ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ। বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই মারাধর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রবিবার রাতে সীমান্তের ৩৮০ পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে ঢুকে গেলে সে দেশের বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাবকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বিএসএফ। আটকের সময় বিএসএফ এজাবের কাছ থেকে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে বলে জানান বিজিবি অধিনায়ক।
×