ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিল্পার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

প্রকাশিত: ০৬:৫২, ২৪ মার্চ ২০১৫

শিল্পার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ

সংস্কৃতি ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এ প্রতারণায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর স্বামী রাজ কুন্দ্রের বিরুদ্ধেও। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ৯ কোটি রুপী হাতিয়ে নেয়ার অভিযোগে গত ২১ মার্চ শেক্সপিয়ার সরণি থানায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতার একটি বেসরকারী সংস্থা। ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে শিল্পা-রাজ দম্পতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এদিকে, সোমবার টুইটারে শিল্পা বিস্মিত হয়ে বলেছেন, যাচ্ছেতাই খবর এটা! সাহস থাকলে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রমাণ দেয়া হোক। মনোজ জৈন নামের লোকটা দুই মিনিটের আলোচনা দিয়ে আমার অনেক কষ্টে পাওয়া সুনাম ক্ষুণœ করতে পারবে না। আমি আইনি পরামর্শ চাই। এ লোকটা পুরোপুরি প্রতারক। স্থানীয় পুলিশ জানিয়েছে, সংস্থার পক্ষে মনোজ জৈন ও অতিরিক্ত পরিচালক দেবাশীষ গুহ অভিযোগ করেছেন, ২০১০-১১ সালে শিল্পার সংস্থা এসেন্সিয়াল স্পোর্টস এ্যান্ড প্রাইভেট লিমিটেডে ৯ কোটি রুপী বিনিয়োগ করে তারা প্রতারিত হয়েছেন। দুই বছরের মধ্যে তাদের দশগুণ টাকা ফেরত দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে রাখেননি তিনি। শিল্পা নাকি বলেছিলেন, ৯ কোটি রূপী এককালীন জমা দিলে দুই বছরে দশগুণ অর্থাৎ ৯০ কোটি রুপী ফেরত পাওয়া যাবে। এজন্য উভয় পক্ষের মধ্যে চুক্তিও হয়েছিল। ৯ কোটি রুপী বিনিয়োগ করার পর এমকে মিডিয়া প্রাইভেট লিমিটেডকে ৩০ লাখের ইক্যুইটি শেয়ার দেয় এসেন্সিয়াল স্পোর্টস এ্যান্ড প্রাইভেট লিমিটেড। কিন্তু পরে জানা যায়, ওই শেয়ারগুলোর কোন অস্তিত্ব নেই। কেনাবেচা করা যাবে না।
×