ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ব আবহাওয়া দিবস

আবহাওয়ার খুঁটিনাটি তথ্য জানতে রাডার স্টেশনে শিক্ষার্থীদের ভিড়

প্রকাশিত: ০৬:৪০, ২৪ মার্চ ২০১৫

আবহাওয়ার খুঁটিনাটি তথ্য জানতে রাডার স্টেশনে শিক্ষার্থীদের ভিড়

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ মার্চ ॥ ‘জলবায়ু কার্যক্রমে জলবায়ু জ্ঞান’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া পিবিও এ্যান্ড রাডার স্টেশনে স্কুল শিক্ষার্থীর উপচে পড়া ভিড় ছিল। শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত এ এলাকা সকাল থেকে উন্মুক্ত করে দেয়া হয়। শত শত শিক্ষার্থী রাডার ভবনসহ ক্যাম্পাসে ঘুরে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শনীতে অংশ নেয়। কীভাবে বাতাসের গতিবেগ, তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ, ঘূর্ণিঝড়ের গতিপথ এবং অবস্থান সম্পর্কে শনাক্ত করা হয় তা জানার জন্য ঘণ্টার পর ঘণ্টা ভিড় করে শিক্ষার্থীরা। আবহাওয়া সহকারী মাসুদ রানা জানান, শত শত উৎসুক শিক্ষার্থী এসব তথ্য বাস্তবে দেখতে এবং জানতে পেরে খুব উৎফুল্ল। রাডার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলেকট্রনিক প্রকৌশলী প্রদীপ চক্রবর্তী জানান, বিশ্ব আবহাওয়া দিবসে শিক্ষার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থী মেহেদী হাসান জানায়, আমি আজকে রাডার স্টেশনে এসে জানতে পারলাম লাল মেঘের বেশি আনাগোনা ঘটলে বৃষ্টিপাত বেশি হয়। জানতে পেরেছে আবহাওয়া সংবলিত বিভিন্ন কার্যক্রম। আবহাওয়া দিবসকে কেন্দ্র করে রাডার স্টেশন এলাকায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী ছাড়াও সাধারণ নারী-পুরুষের ভিড় ছিল উৎসবে। জামায়াত-শিবিরের ৮ কর্মী গাইবান্ধায় আটক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ মার্চ ॥ নাশকতা ও সহিংসতাবিরোধী অভিযানে গাইবান্ধায় জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যৌথবাহিনী ও পুলিশ পৃথকভাবে রবিবার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বাসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা মামলা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ মার্চ ॥ অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ঠাকুরগাঁওয়ে সোমবার দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। কাশেম আলম চৌধুরী এ্যান্ড মহিউদ্দিন আহমেদ চেরিটেবল ট্রাস্টের আয়োজনে ও ভিশন বাংলাদেশ- জেলা চক্ষু পরিচর্যা কর্মসূচীর আওতায় দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের সহযোগিতায় এবং ট্রাস্টের সভাপতি রফিকুল ইসলাম ও ভাউলারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান স্টাফ রিপোর্টার,নীলফামারী থেকে জানান, তিন দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী নীলফামারীর ডোমার উপজেলায় শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের উদ্যোগে এবং সন্ধ্যানীর সহযোগিতায় সোমবার থেকে তিন দিনব্যাপী এ কর্মসূচী শুরু হয়।
×