ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইসিবি ইসলামিক ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণা

প্রকাশিত: ০৬:১৬, ২৪ মার্চ ২০১৫

আইসিবি ইসলামিক ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ (নো ডিভিডেন্ড) ঘোষণা করেনি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আলোচিত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৪৩ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) লোকসান হয়েছে ১৪ টাকা ৪৯ পয়সা। আইসিবি ইসলামিক ব্যাংকের বার্ষিক সাধারণসভা (এজিএম) আগামী ৯ জুন, ইউনিক ট্রেড সেন্টার, কনভেনশন হল, ৮ পান্থপথে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল। ফনিক্স ফাইনান্সের সভা সোমবার অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার বিকেল সাড়ে ৩ টায় এই প্রতিষ্ঠানের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ২ টাকা ৫৮ পয়সা।
×