ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাল সেকাল-

প্রকাশিত: ০৫:৫২, ২৪ মার্চ ২০১৫

একাল সেকাল-

নদীমাতৃক বাংলাদেশে এক সময় নৌকার চাহিদা ছিল ব্যাপক। এক সময় নদী পারাপারে নৌকাই ছিল ভরসা। কিন্তু কালের বিবর্তনে ব্যাপকভাবে সেতু নির্মিত হওয়ায় নৌকা এখন গৌণ বিষয়ে দাঁড়িয়েছে। তাই শুকনো মৌসুমে মাছ ধরার কাজে ব্যবহৃত হচ্ছে নৌকা। নদীতে জাল ফেলে দুটি নৌকা নিয়ে মাছ ধরার অপেক্ষায় বসে আছে ছোট্ট ছেলেটি কখন বাবা বড় ভাই আসবে-সেই অপেক্ষায় রয়েছে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর লালবাগ এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×