ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহিলা ফুটবলারদের ক্যাম্প শুরু

প্রকাশিত: ০৫:৫২, ২৩ মার্চ ২০১৫

মহিলা ফুটবলারদের ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৭ থেকে ১৩ মে ইন্দো-বাংলা গেমসের খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত গেমসে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলও অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রাথমিকভাবে বাছাইকৃত দলের ২৯ খেলোয়াড়কে নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হয়েছে রবিবার। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে মহিলা ফুটবল দলের ক্যাম্পের তত্ত্বাবধান করছেন কোচ গোলাম রব্বানী ছোটন। ইন্দো-বাংলা গেমসের প্রাথমিক দলের সদস্যরা হলেন- সাবিনা আক্তার, আয়শা সিদ্দিকী জয়া, লিপি, নুবাই চিং মারমা, সুরভী আক্তার ইতি, মুনমুন আক্তার, তৃষ্ণা চাকমা, সুরাইয়া আক্তার, খালেদা খাতুন, শিউলী আজিম, বেলী খাতুন, শামসুন নাহার, খাদিজা আক্তার সীমা, মৌসুমী, মাসুরা খাতুন, মারিয়া মান্ডা, সুইনু প্রু মারমা, কৃষ্ণ রানী রায়, মাইনু মারমা, সানজিদা, মিরনা, স্বপ্না, আছিয়া খাতুন বীথি, মার্জিয়া, অম্রা চিং মারমা, রাজিয়া, বিপাশা মালী, নার্গিস ও সাবিনা খাতুন।
×