ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিলভার জয়ী আরচারি দল দেশে ফিরেছে

প্রকাশিত: ০৫:৫২, ২৩ মার্চ ২০১৫

সিলভার জয়ী আরচারি দল  দেশে ফিরেছে

স্পোর্টস রিপোর্টার ॥ ১৬-২২ মার্চ থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টে রিকার্ভ ডিভিশনে পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ আরচারি দল (শেখ সজিব, মোহাম্মদ তামিমুল ইসলাম এবং মোহাম্মদ দুরুল হুদা) সিলভার লাভ করে। দল দেশে ফিরেছে রবিবার। কোয়ালিফিকেশন রাউন্ডে র‌্যাঙ্কিং-এ নবম হয়ে পরবর্তীতে চায়নাকে ৫-৪ সেট পয়েন্টে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। সেমিফাইনালে ৫-৪ সেট পয়েন্টের ব্যবধানে ভারতকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। পরবর্তিতে রাশিয়ার কাছে বাংলাদেশ ফাইনালে ৬-০ সেট পরাজিত হয়ে দলগত ইভেন্টে সিলভার লাভ করে। অপরদিকে রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে ব্যক্তিগত ইভেন্টে শেখ সজিব ১/৪৮ খেলায় বাই পেয়ে ১/২৪ খেলায় মালয়েশিয়ার মুহাম্মদ নরহাইরুলনিজাম রোশদিকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে ১/১৬ খেলায় উন্নীত হয়। ১/১৬ খেলায় বাংলাদেশ আরচারি দলের শেখ সজিব থাইল্যান্ডের উথায়া থামোংকে ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার সালসাবিলা আগাথা কাছে ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ব্যক্তিগতভাবে নবম স্থান অধিকার করেন।
×