ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় স্কুল হকি

আরমানিটোলা ও খঞ্জনপুর ফাইনালে

প্রকাশিত: ০৫:৫১, ২৩ মার্চ ২০১৫

আরমানিটোলা ও  খঞ্জনপুর ফাইনালে

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে ঢাকার আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আরমানিটোলা স্কুল ১-০ গোলে দিনাজপুর জেলা স্কুলকে হারিয়ে ফাইনালে উঠে। ৫৯ মিনিটে এক গোলটি করেন শিহাব। ম্যাচসেরা আরমানিটোলার গোলরক্ষক মোঃ আরমান। দ্বিতীয় সেমিতে খঞ্জনপুর স্কুল ৪-৩ গোলে চট্টগ্রাম জেএম সেন স্কুলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ ২-২ গোলে সমতা ছিল। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিট পর্যন্ত ৩-৩ গোলে সমতায় থাকার পর ৫৪ মিনিটে শাহনুর সিকদারের গোলে ফাইনালে উঠে যায় খঞ্জনপুর। জয়ী দলের পক্ষে নাহিদ হাসান ও শাহনুর সিকদার দুটি করে গোল করেন। জেএম সেন স্কুলের গোলদাতারা ছিলেন মৃত্যুঞ্জয় দাস, আব্বাস আলী ও জীবন দাস। ম্যাচসেরা খঞ্জনপুরের মিডফিল্ডার ইয়ামিন। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।
×