ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আট বছর পর প্রথম গোল টোরেসের

প্রকাশিত: ০৫:৫০, ২৩ মার্চ ২০১৫

আট বছর পর প্রথম গোল টোরেসের

স্পোর্টস রিপোর্টার ॥ বিষয়টা অবাক করার মতোই। স্প্যানিশ লা লিগায় আট বছর পর প্রথম গোলের দেখা পেয়েছেন ফার্নান্ডো টোরেস। চলতি বছর ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে ধারে দ্বিতীয় বারের মতো এ্যাটলেটিকোতে এসেছেন স্প্যানিশ এই স্ট্রাইকার। কিন্তু লীগে নিজের প্রথম নয় ম্যাচ থেকে একবারও গোলের দেখা পাননি টোরেস। অবশেষে শনিবার প্রথমবারের মতো গোল পেয়েছেন। যা লা লিগায় ২০০৭ সালের পর প্রথম। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছিলেন টোরেস। এরপর লিভারপুল, চেলসি, মিলান ঘুরে আবারও তিনি পুরনো ক্লাবে। ব্যর্থতার খোলস ভেঙ্গে বেরিয়ে আসার ম্যাচে এ্যাটলেটিকো ২-০ গোলে হারিয়েছে গেটাফেকে। শনিবার নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে বিজয়ীদের হয়ে টোরেস ছাড়াও গোল করেন থিয়াগো। অন্য ম্যাচে রায়ো ভায়োকানো ১-০ গোলে মালাগাকে, সেল্টা ভিগো একই ব্যবধানে লেভান্তেকে ও এ্যাথলেটিক বিলবাও ২-১ গোলে হারায় আলমেরিয়াকে। গ্রানাডা ও এইবারের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হয়। টানা তিন ম্যাচ ড্র করার পর অবশেষে স্বস্তির জয় পেয়েছে দিয়াগো সিমিওনের দল। আগের তিন ম্যাচে সেভিয়া, ভালেন্সিয়া ও এস্পানিওলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে আসরের বর্তমান শিরোপাধারী এ্যাটলেটিকো। যে কারণে পয়েন্ট তালিকায়ও অবনমন হয় তাদের। তিন নম্বর স্থান ছেড়ে এখন তাদের অবস্থান চারে। পরশুর জয়েও আগের অবস্থানে থাকতে হচ্ছে। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট ভা-ারে এ্যাটলেটিকোর। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভ্যালেন্সিয়া। গতরাতের ম্যাচের আগে ২৭ খেলা শেষে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে জয়ে শেষ আট নিশ্চিত করে এ্যাটলেটিকো। ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল পাওয়া টোরেস পরশুও ধারাবাহিকতা দেখান ম্যাচের তৃতীয় মিনিটেই কোকের ফ্রিকিক থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে নেন। প্রধমার্ধের শেষ দিকে স্বাগতিকরা ব্যবধান দ্বিগুণ করে। ৪৪ মিনিটে রাউল গিমেনেজের কাছ থেকে বল পেয়ে গোল করেন থিয়াগো। বিরতির পর একাধিক সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি টোরেস, কোকে, গাবি, গডিনরা। অবশ্য ব্যবধান আরও বাড়াতে না পারলেও জয়ে ফিরতে পেরেই খুশি চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে এ্যাটলেটিকোর আর্জেন্টাইন কোচ দিয়াগো সিমিওনে বলেন, আগের তিন ম্যাচে আমাদের চরম হতাশ হতে হয়েছে। ওই তিন ম্যাচের ফলাফল আসলে আমাদের শিরোপা রেস থেকে ছিটকে দিয়েছে। তবে এখনও সুযোগ আছে। বাকি ম্যাচগুলোতে ভাল করতে পারলে ভাল অবস্থানে থেকে লীগ শেষ করা যাবে। ফার্নান্ডো টোরেস বলেন, টানা দুই ম্যাচে গোল করতে পেরে ভাল লাগছে। আশা করছি ধারাবাহিকতা ধরে রাখতে পারব। টানা নয় ম্যাচে গোল না করতে পারা প্রসঙ্গে তিনি বলেন, এটা সত্যিই হতাশার। আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এবার গোল পেয়েছি। আশা করছি দলের জন্য অবদান রাখতে পারব।
×