ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন গেইল

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ মার্চ ২০১৫

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের মাঝে হঠাৎ করেই খবর চাউড় হয় ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন ক্রিস গেইল। তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ওপেনার ক্রিস গেইল। সেইসঙ্গে ২০১৬ সালে টি২০ বিশ্বকাপেও খেলার কথা জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে টুর্নামেন্ট থেকে ক্যারিবীয়রা ছিটকে গেলেও একাদশতম বিশ্বকাপে ভাল-খারাপ দুই রকমের স্বাদই পেয়েছেন ক্রিস গেইল। জিম্বাবুইয়ের বিপক্ষে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। কিন্তু তার রেকর্ডে ভাগ বসাতে খুব বেশি সময় নেননি মার্টিন গাপটিল। বরং তাকে ছাড়িয়ে গেছেন কিউই ব্যাটসম্যান। কিন্তু ব্ল্যাক ক্যাপসদের কাছে কোয়ার্টার ফাইনালে নিষ্প্রভ পারফর্মেন্স উপহার দেয়ার কারণেই স্বপ্নের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। ওয়েস্ট ইন্ডিজ বিদায় নিলেও সহসাই ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না দলটির বর্তমানের সেরা ক্রিকেটার ক্রিস গেইল। বিশ্বকাপ শেষে অবসরে যাওয়ার বিষয়ে তার যে গুঞ্জন তা হয়ে যাওয়ার পর তার অবসরের গুঞ্জন রটলেও অবশেষে তা তা নাকচ করে দেন গেইল। বরং আগামী টি২০ বিশ্বকাপেও নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন বলে জানান ক্রিস গেইল। এ বিষয়ে ক্রিস গেইল বলেন, ‘আমি কোন ফরমেটেই অবসর গ্রহণ করিনি। আমি আসলে টেস্ট সিরিজে দলে নেই। প্রকৃতপক্ষে পিঠের চোট এই মুহূর্তে আমাকে খেলতে দিচ্ছে না। কিন্তু এটা ঠিক যে আমি কোন ফরমেটের ক্রিকেট থেকেই অবসরে যাচ্ছি না। যেভাবে পারি আমি আমার পারফর্মেন্স নিয়ে কাজ করছি এবং ভবিষ্যতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে আমার উন্নতি সম্পর্কে জানাব।’ আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মূলত পিঠের চোটের কারণে ইংলিশদের বিপক্ষে তিন টেস্ট সিরিজে খেলতে পারছেন না গেইল। তবে দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া একাদশতম বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান গেইল। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাদের হারিয়ে রীতিমতো চমক উপহার দিয়েছিল আয়ারল্যান্ড। তবে গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে সামি-স্যামুয়েলসরা। কিন্তু কোয়ার্টার ফাইনালে সহআয়োজক নিউজিল্যান্ডের কাছেই থেমে যায় তাদের স্বপ্ন যাত্রা। তবে বিদায় নিলেও দুর্দান্ত এক বিশ্বকাপ কেটেছে ক্যারিবীয়দের। তা স্বীকার করেছেন ক্রিস গেইল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এবার আমরা অসাধারণ একটি বিশ্বকাপ খেলেছি। হ্যাঁ, আমরা ডোয়াইন ব্রাভো এবং কিইরন পোলার্ডকে মিস করেছি। কিন্তু তারপরও আমি বলব যে বেশ ভাল ক্রিকেট খেলেছি এবারের বিশ্বকাপে। দলের অনেকের নৈপুণ্য ছিল প্রশংসনীয়। মোটকথা চমৎকার অলরাউন্ডার নৈপুণ্যেই বিশ্বকাপে দেখিয়েছে আমাদের ক্রিকেটাররা।’ শনিবার কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪৩ রানের বিশাল ব্যবধানের পরাজয় দেখে জেসন হোল্ডারের দল। তবে গেইল মনে করেন ওয়েস্ট ইন্ডিজ দল হিসেবে যে ভয়ঙ্কর তা এই ম্যাচ থেকেও শিক্ষা নেয়া যায়। এ বিষয়ে তার অভিমত হলো, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা ২৫০ রানেই গুটিয়ে যাই। তবে এই রান করতে আমাদের লেগেছে মাত্র ১৯ ওভার। আর এটাই প্রমাণ করে যে আমরা কতটুকু ভয়ঙ্কর।’ বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুর্ভাগ্য এরপর আর কখনই শিরোপার ছুঁয়া পায়নি ক্যারিবীয়রা। এবার স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন খুন হয়ে যায় নিউজিল্যান্ডের কাছে হেরে। তবে গেইল মনে করছেন এখান থেকেই শিক্ষা নিয়ে আরও এগিয়ে যেতে হবে। সে জন্য কঠোর অনুশীলন করতে হবে বলে জানিয়েছেন মারমুখী এই ব্যাটসম্যান। এ বিষয়ে ক্রিস গেইলের মন্তব্য, ‘উন্নতি করার জন্য সবসময়ই সুযোগ আসে। এটা সন্দেহ নেই।’
×