ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্টেজ শো নিয়ে ব্যস্ত এফ এ সুমন

প্রকাশিত: ০৫:৪৬, ২৩ মার্চ ২০১৫

স্টেজ শো নিয়ে ব্যস্ত এফ এ সুমন

স্টাফ রিপোর্টার ॥ এ সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফ এ সুমন। সঙ্গীত পরিচালনার পাশাপাশি গান গেয়ে ইতোমধ্যে হাজারও তরুণ শ্রোতার ভালবাসায় সিক্ত হয়েছেন। মাঝে মধ্যে তিনি গানও লেখেন। জনপ্রিয় এই শিল্পী চলতি মাসে একাধিক স্টেজ শোতে পারফর্ম করবেন। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ মার্চ রাজবাড়ী, ২৬ মার্চ নাটোর, ২৭ ও ২৮ মার্চ ঢাকা এবং ২৯ মার্চ রংপুরে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে এ বছরে বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে বাজারে এসেছে তার মিশ্র ডুয়েট এ্যালবাম ‘রঙ্গীলা রে’। ইতোমধ্যে তার ও নদীর গাওয়া ‘রঙ্গীলারে‘ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার পঞ্চম সলো এ্যালবামের কাজ নিয়ে। এ্যালবামটি বাজারে আসবে এ বছরের ঈদ-উল ফিতরে জি-সিরিজের ব্যানারে। পাশাপাশি সিনথিয়ার সলো এ্যালবামের কাজ করছেন। আরও কিছু মিশ্র ও সলো এ্যালবামের গানের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া নিয়মিত চলচ্চিত্রের গানের কাজ করছেন। তার গাওয়া শ্রোতাপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ‘ভিতর কান্দে সখি আমার, দরদীয়া, সখিরে, মন মুনিয়া এবং জাদুরে। তার সঙ্গীত পরিচালনায় শ্রোতাপ্রিয় গানগুলো হলো সালমার ‘স্বপ্ন উড়াইলা’ কিশোর পলাশের ‘ভাঙ্গা তরী ছেড়া পাল’ রাজিবে ‘মন মজাইলা বাউলা গানে’ অভির ‘প্রেমের মরা জলে ডুবে না’। সঙ্গীত জগতে তার উল্লেখযোগ্য কাজ মমতাজের সলো, বেবী নাজনীনের সলো, সালমার সলো, আরও অনেকের সলো ও মিশ্র এ্যালবামে কাজ করেছেন। তার প্রথম সলো এ্যালবাম বাজারে আসে ’মেয়ে জানো কি’,দ্বিতীয় সলো এ্যালবামের নাম ছিল ‘সখিরে’, তৃতীয় সলো এ্যালবামের নাম ছিল ’দরদীয়া’, চতুর্থ সলো এ্যালবামের নাম ছিল ’জাদুরে’। এছাড়া তার বেশ কিছু মিশ্র এ্যালবামও রয়েছে।
×