ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হরতাল-অবরোধের মধ্যেও রফতানি আয় বেড়েছে ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:২১, ২৩ মার্চ ২০১৫

হরতাল-অবরোধের মধ্যেও রফতানি আয় বেড়েছে ॥ বাণিজ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতের অযৌক্তিক হরতাল-অবরোধ কর্মসূচীর মধ্যেও রফতানি আয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রফতানি আয়ের এ ধারা অব্যাহত থাকলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। দশ দিন বিরতির পর রবিবার শুরু হওয়া জাতীয় সংসদ অধিবেশনে সরকারী দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে রফতানি আয় এবং একই সময়ে তৈরি পোশাক খাতের রফতানি আয় লক্ষ্যমাত্রার চাইতে কিছুটা কর্ম অর্জিত হয়। কিন্তু চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে রফতানি আয় বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি। গত অর্থবছরে এ যে সময় রফতানি আয় ছিল ২ দশমিক ০৭ শতাংশ, চলতি অর্থবছরে একই সময় রফতানি আয় হয়েছে ২ দশমিক ৪৩ শতাংশ। এম এ মালেকের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে সবজি জাতীয় এবং অন্যান্য খাদ্যসামগ্রী রফতানি করা হয়। রফতানিকৃত সবজির মধ্যে রয়েছেÑ আলু, টমেটো, ফলমূল, শুকনো খাবার ইত্যাদি। বাহরাইন, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে সবজি এবং খাদ্যসামগ্রী রফতানি করা হয়। এ প্রসঙ্গে অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ২০১৩-১৪ অর্থবছরে শুধু মধ্যপ্রাচ্যে ৬৬ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলারের শাক-সবজি রফতানি করা হয়েছে। এই রফতানির পরিমাণ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শুধু শাক-সবজি বা খাদ্য পণ্য নয়, সব ধরনের পণ্য মধ্যপ্রাচ্যে রফতানি করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোঃ সেলিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশে উৎপাদিত ওষুধ ১০৭টি দেশে রফতানি করা হচ্ছে। এর মধ্যে জার্মানি, যুক্তরাত্র, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস ও ডেনমার্ক উল্লেখযোগ্য।
×