ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে সন্ত্রাসী হামলা, পাঁচ বসতবাড়ি ভাংচুর ॥ আহত ৫

প্রকাশিত: ০৩:৩৭, ২৩ মার্চ ২০১৫

সাভারে সন্ত্রাসী হামলা, পাঁচ বসতবাড়ি ভাংচুর ॥ আহত ৫

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ মার্চ ॥ সাভারে এক ব্যবসায়ীর নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে কয়েক লাখ টাকার মাল লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় পাঁচ বসতবাড়ি ভাংচুর এবং আহত হয়েছে ৫জন। রবিবার সকালে উপজেলার তুরাগ ভাঙ্গাব্রিজ এলাকায় ব্যবসায়ী আফজাল হোসেনের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। আফজাল হোসেন জানান, স্থানীয় সন্ত্রাসী বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় রড, সিমেন্ট, দরজাসহ কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় তারা। ভাংচুর করা হয় পাঁচটি বসতবাড়ি। বাধা দিতে গেলে কেয়ারটেকারসহ ৫জনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বন্ধুদের ছুরিকাঘাতে বন্ধু জখম রবিবার দুপুরে সাভার মডেল থানাধীন রাজফুলবাড়ীয়া এলাকার পানপাড়া গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুরা এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে। আহত ব্যবসায়ীর নাম সেলিম শেখ (৩০)। আহত ব্যবসায়ীর ভাই টুটুল জানায়, দুপুরে সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকার নিজ বাড়ি থেকে সেলিম শেখকে মোবাইল ফোনে তার বন্ধু রনি ডেকে নিয়ে যায় পানপাড়া গ্রামে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই রনিসহ তার অন্যান্য বন্ধুরা তার ভাইকে হত্যার উদ্দেশ্যে পেটে ও ঘাড়ে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায়।
×