ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশাল সদর হাসপাতালে তীব্র পানি সংকট

প্রকাশিত: ০৩:৩৫, ২৩ মার্চ ২০১৫

বরিশাল সদর হাসপাতালে তীব্র পানি সংকট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একমাত্র গভীর নলকূপটি বিকল হয়ে পড়ায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে বরিশাল জেনারেল হাসপাতালে। গত ১৭ দিন ধরে এ অবস্থা বিরাজ করলেও বিষয়টি সমাধানে আরও ২-৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পানি সংকটের কারণে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমে গেছে। আর যে সব রোগী আগে থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন তারাসহ পানি সংকটের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাসপাতাল কম্পাউন্ডে বসবাসরত চিকিৎসক, নার্স ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করার দুটি গভীর নলকূপের একটি দীর্ঘদিন পূর্বেই বিকল হয়েছে। গত ১৭ দিন থেকে অপর নলকূপ দিয়ে কাদা ও বালি মিশ্রিত পানি ওঠায় তা ব্যবহারে অনুপোযোগী হয়ে পড়লে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। অপরদিকে হাসপাতালের নতুন ভবনের সামনে স্থাপিত একটি নলকূপ থেকে হাতে চেপে পানি উত্তোলনের ব্যবস্থা থাকলেও পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেটি থেকেও পর্যাপ্ত পানি তোলা সম্ভব হচ্ছে না।
×