ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন সমাবেশ

প্রকাশিত: ০৩:৩৪, ২৩ মার্চ ২০১৫

নেত্রকোনায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২২ মার্চ ॥ জেলা শহরের দুটি সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ‘ভর্তি বাণিজ্যের’ অভিযোগ তুলে রবিবার জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষক ও সচেতন অভিভাবকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচীতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সদর উপজেলার চেয়ারম্যান এসএম কামরুল হাসান, জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট সাফায়েত আহমেদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পিপি এ্যাডভোকেট জিএম খান পাঠান বিমল, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম তুহিন প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সরকারী দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদারের বক্তব্য জানতে তার মুঠোফোনে রিং করলে তিনি রিসিভ করেননি।
×