ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় হানাদার বাহিনী প্রতিরোধ দিবস আজ

প্রকাশিত: ০৩:৩৪, ২৩ মার্চ ২০১৫

গাইবান্ধায় হানাদার বাহিনী প্রতিরোধ দিবস আজ

আবু জাফর সাবু, গাইবান্ধা ॥ ’৭১’র ২৩ মার্চের স্বাধীনতা সংগ্রামের এই উত্তাল দিনে গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরী সংলগ্ন তৎকালীন টেনিস কোর্টে সর্বপ্রথম পাকিস্তানী পতাকা আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে দিয়ে ম্যাপ অঙ্কিত লাল সবুজ রংয়ের স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। তৎকালীন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তানী হানাদার প্রতিরোধ দিবস পালন উপলক্ষে বিকেলে ৪টায় ছাত্র জনতার সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কয়েক হাজার ছাত্র জনতা এই সমাবেশে অংশ নিয়েছিল। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রেসকোর্স মাঠে দেয়া ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে স্বাধীন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরুসহ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের এবং আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ এই প্রতিরোধ দিবসে পাকিস্তানী পতাকা পুড়িয়ে দেয়। সম্প্রতি ওই স্থানটিকে স্মরণীয় করে রাখতে বিজয় স্তম্ভ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ করা হয়। এই উপলক্ষে সোমবার সকাল ১০টায় ২৩ মার্চ প্রতিরোধ দিবস উদযাপন কমিটি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
×