ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে ৭৩ রেল ফটকের পঁয়ষট্টিতে গেটম্যান নেই

প্রকাশিত: ০৩:৩৪, ২৩ মার্চ ২০১৫

ঠাকুরগাঁওয়ে ৭৩ রেল ফটকের পঁয়ষট্টিতে গেটম্যান নেই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২২ মার্চ ॥ ঠাকুরগাঁওয়ের ৭১ কিলোমিটার রেলপথে ৭৩টি রেলক্রসিংয়ের মধ্যে ৬৫টিতে কোন গেটম্যান নেই। এছাড়া তালিকার বাইরে রয়েছে আরও ১৮টি রেলক্রসিং গেট। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন রেলক্রসিংগুলো দিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী ও যানবাহন। ঠাকুরগাঁও রেল কর্তৃপক্ষ বারবার উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও এ পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। তারা জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় রেলপথের সদর উপজেলার আমতলী এলাকার কাছাকাছি স্থান থেকেও বোঝার উপায় নেই যে, এখানে রেলক্রসিং আছে। রেললাইন ও সড়কের উভয় পাশেই রয়েছে সারি সারি গাছ। বাঁকা পথ পার হলেই রেললাইন ও ক্রসিং। ট্রাকচালক রবিউল ইসলাম ও সফিকুল ইসলাম জানান, আমতলী রেলক্রসিংটি ঝুঁকি নিয়ে পার হতে হয়। তারা বলেন, কিছুদিন আগে দুপুরবেলা ট্রেন আসার সময় একটি যাত্রীবাহী বাসের ড্রাইভার বিপদ বুঝে ব্রেক করলে বাসটি খাদে পড়ে যায়। সদর উপজেলার আখানগর, রুহিয়া, শিবগঞ্জসহ কয়েকটি রাস্তার রেলক্রসিংয়ে গিয়ে দেখা গেছে, এগুলোতে কোন গেটম্যান নেই। রেললাইনের ৫ গজের মধ্যে রয়েছে স্পিড ব্রেকার। প্রায়ই যানবাহন গতি নিয়ন্ত্রণ করতে না পেরে রেললাইনের ওপর উঠে যায়। ঠাকুরগাঁও রেলস্টেশনের মাস্টার শামসুল হক জানান, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গেটম্যান না থাকায় পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। কর্তার ইচ্ছেতেই কর্ম। আমাদের কিছু করার নেই।
×