ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিম্পাঞ্জিরাও আইনের চোখে ব্যক্তির মতো

প্রকাশিত: ০৩:৩২, ২৩ মার্চ ২০১৫

 শিম্পাঞ্জিরাও আইনের  চোখে ব্যক্তির  মতো

শিম্পাঞ্জিরাও আইনের চোখে ব্যক্তির মতো। এ কথাই প্রমাণ করতে দৃঢ়সঙ্কল্প মার্কিন আইনজীবী ও পশু অধিকারকর্মী স্টিভেন ওয়াইজ। তাঁর মতে, একই দৃষ্টিতে ডলফিন, হাতি, গরিলা ও তিমিরাও ব্যক্তির মতো। তিনি কানাডার ভ্যাঙ্কুভারে আয়োজিত টেড কনফারেন্সে শুক্রবার তাঁর যুক্তি তুলে ধরেন। খবর এএফপির। ওয়াইজ বলেছেন, পশুদের আইনের ক্ষেত্র আমাকে উদ্ভাবন করতে হয়েছিল। তিনি যুক্তি দেখান যে, মানুষ ও কর্পোরেশন আইনের অধীনে ব্যক্তি হিসেবে যে অধিকার পাচ্ছে, তা লেজবিহীন বানর, শিম্পাঞ্জি, হাতি ও তিমিরও পাওয়া উচিত। সারাবিশ্বে আইনী ব্যবস্থায় ধর্মগ্রন্থ, মসজিদ, কোম্পানি এমনকি নদীকেও ব্যক্তি হিসেবে অধিকার দেয়া হয়েছে।
×