ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের জঙ্গীবিরোধী অভিযান নিয়ে শঙ্কিত আফগানিস্তান

প্রকাশিত: ০৩:৩১, ২৩ মার্চ ২০১৫

পাকিস্তানের জঙ্গীবিরোধী  অভিযান নিয়ে শঙ্কিত আফগানিস্তান

আফগানিস্তানের জন্য নিরাপত্তার দিক থেকে এবারের বসন্তকালটি ভাল যাচ্ছে না। শীত পেরিয়ে বসন্ত আসার সঙ্গে সঙ্গেই তালেবানের সঙ্গে তথাকথিত ‘লড়াইয়ের মৌসুম’ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আহমদজাই শনিবার বলেছেন, ‘পাকিস্তান বিশ্ব-বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে এখনও তার যুদ্ধবিধ্বস্ত দেশের ভেতরে ঠেলে দিতে পারে।’ যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আহমদজাই বলেন, শীতকাল সবপক্ষের জন্য কঠিন, তবে শীত যাওয়ার পর থেকে জঙ্গীদের আনাগোনা বাড়তে থাকায় হামলার ঝুঁকিও বাড়ে। শনিবার আহমদজাই যুক্তরাষ্ট্রে চার দিনের সফর শুরু করেন। তিনি গত বছর সেপ্টেম্বরে পূর্বসূরি হামিদ কারজাইয়ের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বলেছেন, পাকিস্তানের ওয়াজিরিস্তান ও খাইবারে দেশটির সেনাবাহিনী এখন যে জঙ্গীবিরোধী অভিযান চালাচ্ছে তার ফলে জঙ্গীদের এখন তাঁর দেশের ভেতরে ঢুকে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। খবর এএফপির।
×